গোপালগঞ্জে তিন ঘণ্টার জন্য কারফিউ শিথিল
- গোপালগঞ্জ প্রতিনিধি
- প্রকাশঃ ০২:৩২ পিএম, ১৮ জুলাই ২০২৫

তিন ঘণ্টার জন্য কারফিউ শিথিল হওয়ায় গোপালগঞ্জ শহরে এখন কিছুটা প্রাণের সঞ্চার হয়েছে। বেড়েছে যানবাহন চলাচল ও লোকজনের উপস্থিতি। কিছু দোকানপাট খুলেছে, চলছে বেচাকেনা।
বুধবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা ঘিরে হামলা-সংঘর্ষের পর রাত ৮টা থেকে চলছে কারফিউ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানায়, ছাত্রলীগসহ আওয়ামী লীগ ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ওই হামলা চালায়। এতে সেদিন গুলিবিদ্ধ হয়ে চারজনের মৃত্যু হয়। চিকিৎসাধীন অবস্থায় রমজান মুন্সি নামে আরেকজন বৃহস্পতিবার গভীর রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। চলমান কারফিউ সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত শিথিল করা হয়েছে।
দেখা যায়, গোপালগঞ্জ শহরের অন্যতম গুরুত্বপূর্ণ এলাকা হিসেবে পরিচিত লঞ্চ ঘাট সংলগ্ন রাস্তায় প্রচুর ইজিবাইক, ব্যাটারিচালিত অটোরিকশা ও টেম্পু (মাহিন্দ্র) চলছে। সড়কে রয়েছে প্রাইভেটকার ও মোটরসাইকেল। জরুরি দরকারে বিভিন্ন গন্তব্যে ছুটছেন মানুষ। মূল সড়কের পাশের ও গলির ভেতর বেশ কিছু দোকান খুলেছে। তবে মার্কেট বন্ধ রয়েছে। বাজারের বেশিরভাগ দোকান খোলেনি।
এদিকে উদ্ভূত পরিস্থিতিতে ক্ষতির মুখে পড়েছেন ব্যবসায়ীরা। বিশেষ করে ফলসবজির মতো কাঁচা পণ্যের ব্যবসায়ীরা পড়েছেন মহাবিপাকে। দোকান বন্ধ থাকায় তাদের পণ্য নষ্ট হয়ে যাচ্ছে।
লঞ্চ ঘাট এলাকার ফল ব্যবসায়ী বলেন, কারফিউয়ে দোকান খুলতে না পারায় মারাত্মক ক্ষতির মুখে পড়েছি। তিন দিনে প্রায় ৩০ হাজার টাকার ফল নষ্ট হয়েছে। আজ তিন ঘণ্টার জন্য দোকান খুলেছি। কিন্তু এই সময়ে আর কতটুকু বিক্রি করা যায়। বাকি ফলগুলোও নষ্ট হবে। আমরা চাই, দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসুক।
কারফিউ শিথিল থাকলেও এ সময়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সতর্কতার সঙ্গে টহল দিতে দেখা গেছে।