তারেক রহমানকে কটুক্তি ও আইনশৃঙ্খলা অবনতির প্রতিবাদে যুবদলের বিক্ষোভ সমাবেশ


তারেক রহমানকে কটুক্তি ও আইনশৃঙ্খলা অবনতির প্রতিবাদে যুবদলের বিক্ষোভ সমাবেশ

অন্তবর্তী সরকারের নিলির্প্ততায় সারাদেশে  আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি ও তারেক জিয়াকে নানা কটুক্তির প্রতিবাদে রাঙামাটিতে বিক্ষোভ মিছিল  ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা যুবদল।

সকালে জেলা বিএনপি'র কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহড়ের প্রধান সড়ক প্রদক্ষিণ করে নিউ মার্কেট এলাকায় গিয়ে হয়। 

বিক্ষোভ মিছিল শেষে জেলা যুবদলের  সভাপতি নুরু নবীর সভাপতিত্ত্বে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সাবেক উপমন্ত্রী মনিস্বপণ দেওয়ান, জেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু সাদাৎ মো: সায়েমসহ যুবদলের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্ধ বক্তব্য রাখেন। 

সমাবেশে বক্তারা বলেন  এই সরকার ছত্রছায়ায় গোপন তৎপরতায় অভ্যস্ত একটি গুপ্ত সংগঠন ৭১ এর পরাজতি শক্তিরা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটিয়ে নির্বাচনকে পিছিয়ে নিতে ষড়যন্ত্র শুরু করেছে। বিএনপি ও যুবদলের অঙ্গ সংগঠন সকল ষড়যন্ত্রের রুখে দিতে মাঠে রয়েছে বলে জানান বক্তারা।

বক্তারা আরো বলেন জামায়াত শিবির দেশকে অস্থিতিশীল করে তুলতে কিছুক্ষণ এনসিপি, কিছুক্ষণ বৈষম্য বিরোধী আন্দোলনের নামে চান্দাবাজি করছে। তারেক রহমানকে নিয়ে কটুক্তি করলে তা সহ্য করা হবে না। ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে  সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানান বক্তারা।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×