গোপালগঞ্জে একসঙ্গে পাঁচ দলের বিক্ষোভ ও সমাবেশ


গোপালগঞ্জে একসঙ্গে পাঁচ দলের বিক্ষোভ ও সমাবেশ

সারা দেশে সন্ত্রাস চাঁদাবাজ ও দুর্নীতি উল্লেখযোগ্য হারে বেড়েছে উল্লেখ করে এর বিরুদ্ধে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় পাঁচটি রাজনৈতিক দলের সমন্বয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। 

ইসলামী আন্দোলন, গণঅধিকার পরিষদ, জামায়াতে ইসলামী, খেলাফত মজলিস ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সম্মিলিত আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়।

মঙ্গলবার (১৫ জুলাই) বিকালে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার ঘাঘর বাজার মহুয়া চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি উপজেলা পরিষদের সামনে সমাবেশ স্থলে এসে একত্রিত হয়।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে কোটালীপাড়া জামায়াতে ইসলামীর আমির সোলেমান গাজীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন- খেলাফত মজলিসের সভাপতি মাওলানা মহাসিন উদ্দিন, এনসিপির সমন্বয়কারী সেলিম শেখ, পলাশ সেখ, সাব্বির বিন সুলতানসহ পাঁচটি সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা বক্তব্য রাখেন। 

বক্তারা বক্তব্যে বলেন, সারা দেশে চাঁদাবাজ, সন্ত্রাসী, দুর্নীতিবাজরা চাঙা হয়ে উঠেছে। এদের প্রতিহত করার জন্য সরকারের প্রতি অনুরোধ জানাচ্ছি। সবাইকে এদের বিরুদ্ধে একত্রিত হয়ে প্রতিবাদ গড়ে তুলতে হবে।

বক্তারা আরও বলেন, সন্ত্রাস, চাঁদাবাজ, দুর্নীতি ও মামলা বাণিজ্য প্রতিরোধে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×