চট্টগ্রামে ফ্ল্যাট থেকে নারীর খণ্ডিত মরদেহ উদ্ধার, স্বামী পলাতক
- চট্টগ্রাম প্রতিনিধি
- প্রকাশঃ ০২:২৫ পিএম, ১০ জুলাই ২০২৫

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানার রৌফাবাদ পাহাড়িকা হাউজিং এলাকায় একটি বাসা থেকে এক তরুণীর খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (৯ জুলাই) দিবাগত রাত দেড়টার দিকে ‘এফজেড টাওয়ার’-এর একটি ফ্ল্যাট থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহতের নাম ফাতেমা আক্তার (২০)। ঘটনার পর থেকে তার স্বামী সুমন (২৫), যিনি পেশায় গাড়িচালক, পলাতক রয়েছেন।
পুলিশ জানিয়েছে, প্রতিবেশীরা বাসা থেকে তীব্র দুর্গন্ধ ও অস্বাভাবিক শব্দ পেয়ে পুলিশের কাছে খবর দেন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা দরজা ভেঙে ঘরে ঢুকে বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকা মরদেহের টুকরো উদ্ধার করে।
বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে, দাম্পত্য কলহের জেরে স্ত্রী ফাতেমাকে গলা কেটে হত্যার পর তার মরদেহ টুকরো টুকরো করে ফ্ল্যাটের ভেতরে ফেলে রেখে পালিয়ে যায় স্বামী। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।