দুর্নীতি ও ঘুষ বাণিজ্যের অভিযোগে লক্ষ্মীপুরে পিডিবি'র দুই প্রকৌশলীকে অপসারণের দাবি


saurav/WhatsApp Image 2025-07-07 at 2.34.03 PM.jpeg

লক্ষ্মীপুর বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) নির্বাহী প্রকৌশলী মো. নুরুল আমিন ও উপসহকারী প্রকৌশলী মোকতাদিরে ঘুষ বাণিজ্য, দুর্নীতি ও গ্রাহক হয়রানিতে অতিষ্ঠ হয়ে তাদের অপসারণের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে পিডিবির ভুক্তভোগী গ্রাহকরা। 

সোমবার (৭ জুলাই) সকালে জেলা শহরের ঝুমুর এলাকায় লক্ষ্মীপুর বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবির) অফিসের সামনে এই বিক্ষোভ সমাবেশ করেন তারা। বৃষ্টি উপেক্ষা করে ভুক্তভোগী গ্রাহকরা এই সমাবেশে অংশগ্রহণ করেন। 

এর আগে একই দাবিতে গত ৩ জুলাই সকালে লক্ষ্মীপুর প্রেসক্লাব প্রাঙ্গণে বিক্ষোভ সমাবেশ করে তারা। লক্ষ্মীপুর শহরের ব্যবসায়ী, ক্ষুদ্র শিল্প মালিক ও বিদ্যুৎ গ্রাহকগণের ব্যানারে এই আয়োজন করা হয়।

বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন লক্ষ্মীপুর বণিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল আজিজ, কোষাধ্যক্ষ জাহাঙ্গীর আলম, বিশিষ্ট ব্যবসায়ী আবুল কাশেমসহ বহু ক্ষুব্ধ গ্রাহক।

বক্তারা বলেন, স্বৈরাচার আওয়ামী লীগের একনিষ্ঠ লোক নির্বাহী প্রকৌশলী মো. নুরুল আমিন ও উপসহকারী প্রকৌশলী মোকতাদির যোগদানের পর থেকেই নানা অনিয়ম, দুর্নীতি ও ঘুষ বাণিজ্যে জড়িয়ে পড়েন। এছাড়া গ্রাহকদের সঙ্গে দুর্ব্যবহার যেন তাদের নিয়মে পরিণত হয়েছে।

বিক্ষোভকারীরা জানান, গত ২২ জুন হঠাৎ করেই লক্ষ্মীপুর পিডিবির দুই শতাধিক গ্রাহকের প্রিপেইড মিটার লক করে দেওয়া হয়। ঘুষ না দেওয়াতে এসব মিটার লক করা হয়েছে বলে দাবি করেন বিক্ষোভকারীরা।

ভূক্তভোগীদের স্বাক্ষরিত লিখিত অভিযোগে পিডিবির নির্বাহী প্রকৌশলী ও উপ-সহকারী প্রকৌশলীকে জড়িত করে তাদের বিরুদ্ধে ১৬টি অনিয়মের অভিযোগ তুলে ধরা হয়। এর মধ্যে প্রিপেইড মিটারে নিয়মিত বিল পরিশোধের পরও ডিউ বিল করা, সরকারি মিটার ও ট্রান্সফর্মার ব্যবহারের নামে গ্রাহকের নিকট থেকে লাখ লাখ টাকা আদায়, এস.টি সংযোগের ভয় দেখিয়ে বাড়তি টাকা আদায়, সরকারি মালামাল বিক্রি, মিটার পরিবর্তন ও সংযোগের নামে অতিরিক্ত টাকা আদায়, সরকারি ফ্রি সেবার জায়গায় অতিরিক্ত অর্থ আদায়, অন্যান্য ঠিকাদারদের বঞ্চিত করে নির্দিষ্ট ঠিকাদার ‘সবুজ’ কে কাজ পাইয়ে দেওয়া ইত্যাদি৷ 

বক্তারা অভিযোগ করেন, পিডিবির লক্ষ্মীপুরের নির্বাহী প্রকৌশলী মো. নুরুল আমিন এবং উপ-সহকারী প্রকৌশলী মোকতাদিরের ঘুষ বানিজ্য ও দুর্নীতির কারণে বিদ্যুতের সাধারণ গ্রাহকরা চরমভাবে হয়রানির শিকার হচ্ছেন। আগামী ৭২ ঘন্টার মধ্যে অভিযুক্তদের লক্ষ্মীপুর থেকে অপসারণ করা না হলে আরও কঠিন কর্মসূচি দেওয়া হবে। 

এর আগে পিডিবির লক্ষ্মীপুরের নির্বাহী প্রকৌশলী মো. নুরুল আমিন এবং উপ-সহকারী প্রকৌশলী মোকতাদিরকে ৭২ ঘন্টার মধ্যে লক্ষ্মীপুর থেকে প্রত্যাহারের দাবিতে লক্ষ্মীপুরের জেলা প্রশাসক রাজীব কুমার সরকারের মধ্যমে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবর স্বারকলিপি প্রদান করা হয়।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×