রাঙ্গামাটিতে দেড় কেজি গাঁজাসহ দুইজনকে আটক করেছে ডিবি পুলিশ
- রাঙ্গামাটি প্রতিনিধি
- প্রকাশঃ ০৬:১১ পিএম, ০৭ জুলাই ২০২৫

জেলা শহরের হ্যাপির মোড় এলাকা থেকে দেড় কেজি গাঁজাসহ দুইজনকে আটক করেছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।
আটককৃতরা হলেন উৎপল চাকমা (২৫) ও রাজন চাকমা (৪০)। তাদের বাড়ি জেলার নানিয়ারচর উপজেলায়।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার (৭ জুলাই) দুপুরের দিকে শহরের হ্যাপির মোড়ের মূল সড়কে একটি সিএনজি অটোরিকশায় (চট্টমেট্রো-থ ১৪-০৪৩০) তল্লাশি চালিয়ে গাঁজাসহ দুইজনকে আটক করা হয় বলে জানান রাঙ্গামাটি ডিবি গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ দোস্ত মোহাম্মদ।
তিনি আরো বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার একটি বিশেষ দল শহরের হ্যাপির মোড় এলাকায় একটি সিএনজি অটোরিকশায় তল্লাশি চালিয়ে চালকের আসনের নিচ থেকে এক কেজি গাঁজা জব্দ করা হয়।
পরে আরোহীদের হাতে থাকা ব্যাগ তল্লাশি করে আরো ৫০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়। সিএনজি অটোরিকশাসহ যাবতীয় মালামাল ডিবি পুলিশের হেফাজতে নেয়া হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।