তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে ঘরে ঘরে ফ্যামিলি কার্ড দেবে বিএনপি: সুলতান সালাউদ্দিন টুকু
- টাঙ্গাইল প্রতিনিধি
- প্রকাশঃ ০৪:৩৪ পিএম, ০৬ জুলাই ২০২৫

বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি হিসেবে ঘরে ঘরে ফ্যামিলি কার্ড দেওয়ার ঘোষণা দিয়েছেন দলের প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। তিনি জানিয়েছেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচিতে প্রতিটি পরিবারকে এই কার্ড প্রদানের পরিকল্পনা অন্তর্ভুক্ত রয়েছে।
রোববার (৬ জুলাই) টাঙ্গাইল সদর উপজেলার পোড়াবাড়ি ও বাঘিল ইউনিয়নে মতবিনিময় সভায় টুকু বলেন, “যদি বিএনপি জনগণের রায়ে নির্বাচিত হয়, তাহলে দেশের প্রতিটি ঘরে একটি করে ফ্যামিলি কার্ড সরবরাহ করা হবে।”
তিনি আরও বলেন, “বিএনপি অতীতে যেসব ওয়াদা করেছে, তা পূরণ করেছে। ইনশাআল্লাহ তারেক রহমানের প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে।”
আওয়ামী লীগ সরকারের কঠোর সমালোচনা করে তিনি বলেন, ''বাংলাদেশে যে ফ্যাসিবাদী শাসন চলছিল, তা বিদায় নিয়েছে।''
সভায় জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক শানু, সদর থানা বিএনপির সভাপতি আজগর আলী, কেন্দ্রীয় যুবদলের সাবেক সদস্য সৈয়দ শহিদুল আলম টিটু, এবং জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান শফিকসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ঢাকাওয়াচ/এমএস