সাবেক উপজেলা চেয়ারম্যানকে গ্রেপ্তারের দাবিতে বিয়ের অনুষ্ঠান ঘিরে অবস্থান
- চট্টগ্রাম প্রতিনিধি
- প্রকাশঃ ০৯:১০ এম, ০৫ জুলাই ২০২৫

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মো. জাহিদুল হকের গ্রেপ্তারের দাবিতে চট্টগ্রাম নগরের অভিজাত ‘চিটাগং ক্লাব’ ঘেরাও করে অবস্থান নিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় যুবশক্তি ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র নেতা-কর্মীরা।
শুক্রবার (৫ জুলাই) রাত ১১টা থেকে ক্লাবটির মূল ফটকের সামনে জড়ো হন শতাধিক কর্মী। সেখানে অবস্থান নিয়ে তারা “খুনির আশ্রয়-প্রশ্রয় চলবে না”, “জাহিদুল হককে গ্রেপ্তার করো”— এমন নানা স্লোগান দিতে থাকেন।
প্রতিবাদকারীরা জানান, জাহিদুল হকের ছেলের বিয়ের আয়োজন চলছে চিটাগং ক্লাবে। সেই খবরে তারা বিক্ষোভ কর্মসূচি শুরু করেন। রাত ১টা পর্যন্ত ঘটনাস্থলে অবস্থান করছিলেন আন্দোলনকারীরা।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম নগর কমিটির সদস্যসচিব নিজাম উদ্দিন বলেন, ‘জাহিদুল হক আওয়ামী লীগের প্রভাবশালী নেতা, তার বিরুদ্ধে রয়েছে একাধিক অভিযোগ। তার ছেলের বিয়ের অনুষ্ঠান চলাকালীন আমরা খবর পেয়ে এখানে এসেছি। এই বিয়ের উৎসবের মধ্যেই আমরা চাই তাকে গ্রেপ্তার করা হোক। তিনি জুলাই বিপ্লবের সময় হাজারো মানুষের প্রাণহানির জন্য দায়ী।’
নিজাম আরও বলেন, ‘আমরা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগসহ তাদের কোনো সহযোগী সংগঠনের সঙ্গে আপস করব না। তাঁদের বিচারের আওতায় আনতেই এই অবস্থান।”’
ঘটনাস্থলে দায়িত্ব পালনরত পুলিশের এক কর্মকর্তা বলেন, ‘প্রতিবাদকারীরা জানতে পেরেছেন জাহিদুল হক বিয়েতে উপস্থিত। বিশৃঙ্খলা এড়াতে আমরা সতর্ক অবস্থানে রয়েছি। এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি। তবে আন্দোলনকারীদের শান্ত রাখতে বলা হয়েছে— তদন্ত ও পরিস্থিতি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’