এমন কাউকে নির্বাচিত করবেন না যাকে পালিয়ে যেতে হয় : জ্বালানি উপদেষ্টা


saurav/advisor.webp

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, দেশকে এগিয়ে নিতে এমন প্রার্থী নির্বাচন করতে হবে যিনি প্রকল্পের অর্থ যথাযথভাবে ব্যয় করবেন, এবং উন্নয়ন কর্মকাণ্ডে দায়বদ্ধ থাকবেন। জনগণের এমন প্রতিনিধি প্রয়োজন, যাকে বিদেশে পালিয়ে যেতে হবে না, বরং জনগণের মাঝে থেকেই দায়িত্ব পালন করবেন।

শুক্রবার (৪ জুলাই) বিকেল ৩টার দিকে জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার জামালপুর-১ অনুসন্ধান কূপ খনন কার্যক্রম পরিদর্শনের সময় এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, “আমরা একটি সুষ্ঠু নির্বাচন আয়োজনের লক্ষ্যেই কাজ করছি। প্রধান উপদেষ্টার নির্দেশ, যেন স্মরণকালের সর্বোৎকৃষ্ট নির্বাচন হয়। ভোটার যেন নির্বিঘ্নে ভোট দিতে পারেন, পুলিং এজেন্টরা যেন উপস্থিত থাকতে পারেন এবং ভোট গণনা যেন সবার সামনে স্বচ্ছভাবে হয়  এই বিষয়গুলো নিশ্চিত করা হবে।”

এসময় তিনি জামালপুর-১ অনুসন্ধান কূপের গ্যাস সম্ভাবনা সম্পর্কেও আশাবাদ ব্যক্ত করেন। তিনি জানান, কূপটিতে প্রতিদিন গড়ে ৫ এমএমসিএফ গ্যাস পাওয়া যাচ্ছে, যা আগে জানা ছিল না। এখান থেকে প্রায় তিন কিলোমিটার দূরে আরও একটি কূপ খননের পরিকল্পনার কথা জানান তিনি। কূপ থেকে পাওয়া গ্যাস যাতে অপচয় না হয়, সে জন্য একটি মোবাইল গ্যাস প্রসেসিং প্ল্যান আনার কথা বলেন তিনি। এর মাধ্যমে স্থানীয় পর্যায়ে শিল্প খাতে গ্যাস সরবরাহের ব্যবস্থা নেওয়া হবে।

ফাওজুল কবির আরও বলেন, “এই কূপে বড় ধরনের বিনিয়োগ ছাড়াই সম্ভাবনা যাচাই করা হবে। যদি বড় গ্যাস ক্ষেত্র পাওয়া যায়, তখন আরও বড় পরিসরে কাজ শুরু হবে।”

পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম, বাপেক্সের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. ফজলুল হক, পেট্রোবাংলার চেয়ারম্যান রেজানুর রহমান, জেলা প্রশাসক হাছিনা বেগম এবং কূপ খনন প্রকল্প পরিচালক মো. মোজাম্মেল হকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

পরিদর্শন শেষে কূপ খনন এলাকায় সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনাও করেন উপদেষ্টা।

উল্লেখ্য, জামালপুরের মাদারগঞ্জের তারতাপাড়া এলাকায় প্রথম গ্যাসের উপস্থিতি শনাক্ত করে বাপেক্স ১৯৮০ সালে। পরবর্তী সময়ে ২০১৪-১৫ অর্থবছরে সিসমিক উপাত্ত সংগ্রহ এবং ২০১৫-১৬ অর্থবছরে ক্লোজ-গ্রিড সিসমিক জরিপের মাধ্যমে এর সম্ভাবনা যাচাই করা হয়। এসব উপাত্তের ভিত্তিতে চলতি বছরের ২৪ জানুয়ারি জামালপুর-১ কূপে আনুষ্ঠানিকভাবে অনুসন্ধান কাজ শুরু হয়, যার মোট ব্যয় ধরা হয়েছে ১৬৮ কোটি টাকা।

 

ঢাকাওয়াচ/এমএস

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×