রংপুরে জামায়াতের জনসভায় মানুষের ঢল, নির্বাচনী প্রস্তুতির বার্তা নেতাদের


saurav/JAMAT-20250704165024.jpg

রংপুরে দীর্ঘ ১৭ বছর পর অনুষ্ঠিত হলো বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিভাগীয় জনসভা। শুক্রবার (৫ জুলাই) বিকেল ৪টায় রংপুর জিলা স্কুল মাঠে শুরু হওয়া এই জনসভা ঘিরে সকাল থেকেই নেতাকর্মী ও সমর্থকদের ঢল নামে। জনসভার আগেই ভরে ওঠে মূল মাঠ ও আশপাশের এলাকা।

গণঅভ্যুত্থানের খুনিদের বিচারসহ চার দফা দাবিতে আয়োজিত এ জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। প্রধান বক্তা হিসেবে ছিলেন সদ্য মুক্তিপ্রাপ্ত কেন্দ্রীয় নেতা এটিএম আজহারুল ইসলাম।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, আব্দুল হালিম, ঢাকার দক্ষিণ শাখার আমির নুরুল ইসলাম বুলবুল, উত্তর শাখার আমির মোহাম্মদ সেলিম উদ্দিন, ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলামসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।

জনসভাস্থলে আগতরা বিভিন্ন পরিবহনযোগে রিকশা, অটোরিকশা, ট্রাক ও কাভার্ডভ্যানে করে রংপুরে আসেন। অনেকেই জুমার নামাজ আদায় করেন মাঠে দুটি আলাদা জামাতে কিংবা শহরের বিভিন্ন মসজিদে।

বিশাল জনসভা সফল করতে রংপুর মহানগর ও জেলা জামায়াত তৈরি করে বিশাল মঞ্চ। প্রবেশের জন্য ছিল নতুন দুটি পথ, নারীদের জন্য আলাদা বসার ও বক্তব্য শোনার ব্যবস্থা। নগরের গুরুত্বপূর্ণ স্থানে ছিল তোরণ, ব্যানার, পোস্টার ও ফেস্টুন। মাইকিং ও প্রচার চালানো হয় কয়েক দিন ধরে।

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম দাবি করেন, রংপুর জনসভায় দুই লাখের বেশি মানুষের সমাগম হয়েছে। তিনি জানান, এ সমাবেশ নির্বাচনের পূর্বপ্রস্তুতির টার্নিং পয়েন্ট হয়ে উঠবে এবং এখান থেকেই নতুন রাজনৈতিক বার্তা ছড়িয়ে পড়বে।

ছাত্রশিবিরের নেতাকর্মীরা সকাল থেকেই হামদ-নাত পরিবেশন করেন। নিজেদের ভলান্টিয়াররা যান চলাচল ও নিরাপত্তা ব্যবস্থাপনায় সহায়তা করে। জনসভায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের আমন্ত্রণ জানানো হয়। আয়োজকরা জানান, ‘জুলাই গণঅভ্যুত্থানের’ চেতনায় একটি নতুন বাংলাদেশ গড়তে এ সমাবেশ থেকেই বৃহত্তর আন্দোলনের সূচনা হবে।

 

ঢাকাওয়াচ/এমএস 

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×