রাঙ্গামাটিতে কৃষি প্রণোদনায় গাছের চারা বিতরণ করল উপজেলা কৃষি বিভাগ


রাঙ্গামাটিতে কৃষি প্রণোদনায় গাছের চারা বিতরণ করল উপজেলা কৃষি বিভাগ

রাঙ্গামাটি সদর উপজেলা কৃষি বিভাগের উদ্যোগে কৃষি প্রনোদনা হিসেবে ২০২৪-২০২৫ অর্থ বছরে খরিপ-২ মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় উপকরণ বিতরণ করা হয়েছে। 
 
বৃহস্পতিবার (০৩ জুলাই) সকালে রাঙ্গামাটি সদর উপজেলা কৃষি অফিসে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের হাতে ফলজ ও ঔষধি গাছের চারা তুলে দেন রাঙ্গামাটি সদর উপজেলা কৃষি অফিসার শাহনাজ পারভিন।

এ সময় কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ উসমান গনি, সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার আদেশ প্রিয় বড়ুয়া, উপ সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা উত্তম কুমার বড়ুয়া সহ সদর উপজেলা কৃষি বিভাগের সকল এসএএও গণ উপস্থিত ছিলেন। 

এ প্রকল্পের আওতায় রাঙ্গামাটি সদর উপজেলা ও পৌরসভার ১৯ টি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীদের জন্য ৩৮০০ বিভিন্ন প্রজাতির ফলজ ও ঔষধি গাছের চারা তুলে দেন এবং ২০০ শিক্ষা প্রতিষ্ঠানে ৩ টি করে মোট ৬০০ উন্নত জাতের নারিকেলের চারা বিতরণ করা হয়। 

 এই ধরনের কার্যক্রম পাহাড়ে উৎপাদনশীলতা বাড়াতে ও কৃষি খাতে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×