রাঙ্গামাটির লেক ভিউ গার্ডেনে বৃক্ষরোপণ কর্মসূচি


February 4 2025/rang-dw-news.jpg

পরিবেশের ভারসাম্য রক্ষায় রাঙ্গামাটি সড়ক বিভাগের নব নির্মিত সওজ লেক ভিউ গার্ডেনে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্ভোধন করা হয়েছে। 

বুধবার (২ জুলাই) বিকালে রাঙ্গামাটি সড়ক বিভাগের আয়োজনে নব নির্মিত সওজ লেক ভিউ গার্ডেনে বৃক্ষরোপন কর্মসূচির উদ্ভোধন করেন সওজ চট্রগ্রাম জোনের অতিরিক্ত  প্রধান প্রকৌশলী মো. আতাউর রহমান। 

এসময় সওজ চট্রগ্রাম জোনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. জাহেদ হোসেন, চট্রগ্রাম জোনের  নির্বাহী প্রকৌশলী মো শাহ আরেহফীন, রাঙ্গামাটি সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমাসহ সওজ বিভাগের প্রকৌশলীগন উপস্থিত ছিলেন। 

সওজ চট্রগ্রাম জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. আতাউর রহমান বলেন, সড়ক বিভাগ সব সময় সড়কের কাজ করে। তার মাঝে রাঙ্গামাটি নির্বাহী প্রকৌশলী প্রস্তাবনা অনুযায়ী ওয়াকওয়ে ও সৌন্দর্য বর্ধনের প্রকল্পের কাজে হাত দেয়া হয়েছে।

তিনি আরও বলেন, ৯০ লক্ষ টাকা ব্যয়ে সওজ বিভাগের এই লেক ভিউ গার্ডেনটি নির্মাণ হলে রাঙ্গামাটির পর্যটন শিল্পে ভূমিকা রাখবে। প্রকল্পের  এ টাকা রাজস্ব খাতে থেকে ব্যয় হচ্ছে। তিনি বলেন সওজ লেক ভিউ গার্ডেনটি সওজ বিভাগের দ্বারা পরিচালিত  করা হবে বলে জানান তিনি। 

 

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×