চট্টগ্রামে ঝরনায় গোসল করতে গিয়ে প্রাণ গেল কলেজছাত্রের


চট্টগ্রামে ঝরনায় গোসল করতে গিয়ে প্রাণ গেল কলেজছাত্রের

চট্টগ্রামের মীরসরাইয়ে রূপসী ঝরনায় গোসল করতে গিয়ে আসিফ উদ্দিন (২৪) নামের এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। রোববার (১৫ জুন) বেলা সাড়ে ১১টার দিকে বড় দারোগাহাট এলাকার ওই ঝরনায় এ ঘটনা ঘটে।

নিহত আসিফ উদ্দিন চট্টগ্রাম নগরের পূর্ব মাদারবাড়ি কামাল গেট এলাকার বাসিন্দা মো. গোলাপের ছেলে। তিনি ইসলামিয়া ডিগ্রি কলেজের ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন।

রূপসী ঝরনায় ঘুরতে গিয়ে আসিফসহ চার বন্ধু গোসল করতে নামেন। এ সময় হঠাৎ করে আসিফ নিখোঁজ হন। অনেক খোঁজাখুঁজির পরও তাকে না পেয়ে বন্ধুরা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে যায়। স্থানীয়দের সহায়তায় প্রায় এক ঘণ্টা তল্লাশি চালিয়ে দুপুর একটার দিকে আসিফের মরদেহ উদ্ধার করা হয়।

মীরসরাই ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দলের প্রধান শাহলঙ্গ মারমা বলেন, খবর পাওয়ার পর আমরা দ্রুত ঘটনাস্থলে যাই। পরে স্থানীয়দের সহায়তায় মরদেহ উদ্ধার করে পুলিশে হস্তান্তর করি।

নিজামপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ জাহিদ আরমান বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×