ময়মনসিংহে ৬৪ বস্তা ভিজিএফের চাল উদ্ধার


ময়মনসিংহে ৬৪ বস্তা ভিজিএফের চাল উদ্ধার

ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ভবানীপুর ইউনিয়নের কচুয়ামোড় এলাকা থেকে ৬৪ বস্তা ভিজিএফের চাল উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (৩১ মে) ভোরে কচুয়ামোড় গ্রামের কুশা ব্যাপারীর ছেলে আইনাল হকের (৫৫) বাড়ি থেকে ইনট্যাক্ট ২০ বস্তাসহ ৬৪ বস্তায় দু’হাজার ৭০০ কেজি ভিজিএফের চাল উদ্ধার করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঈদুল আজহা উপলক্ষে সরকার ভবানীপুর ইউনিয়নের এক হাজার ৭১৫ জন অতি দরিদ্র কার্ডধারীর জন্য ১০ কেজি করে ১৭.১৫০ মেট্রিক টন চাল বরাদ্দ দেয়। গত তিন দিন ধরে ইউনিয়ন পরিষদ থেকে চাল বিতরণ করা হচ্ছে।

শনিবার ভোরে স্থানীয় লোকজন ইউনিয়ন পরিষদ থেকে ২০০ মিটার পশ্চিমে কচুয়ামোড় গ্রামের আইনাল হকের বাড়িতে ভিজিএফের চালের বস্তা দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে ৬৪ বস্তা চাল উদ্ধার করে থানায় নিয়ে আসে।

ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহা. রুকনুজ্জামান বলেন, ভবানীপুর কচুয়ামোড় সংলগ্ন একটি বাড়ি থেকে ৬৪ বস্তায় দুই হাজার ৭০০ কেজি ভিজিএফের চাল জব্দ করা হয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন আছে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×