টাঙ্গুয়ার হাওরে পর্যটকবাহী নৌকায় আগুন


hadsbfjkasfe434444444.webp

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওরে পর্যটকবাহী একটি নৌকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (৩০ মে) সন্ধ্যার দিকে উপজেলার নিলাদ্রী লেকপাড় এলাকায় এই ঘটনা ঘটে। 

বিষয়টি নিশ্চিত করেছেন তাহিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দেলোয়ার হোসেন। 

স্থানীয়রা জানান, স্থানীয়দের সহায়তায় উদ্ধার অভিযান শুরু হয়েছে। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। নৌকার আশেপাশে আগুনের তীব্রতা বেশি থাকায় নৌকার কাছে যাওয়া যাচ্ছে না।

ওসি মোহাম্মদ দেলোয়ার বলেন, আগুন লাগার খবর পেয়েছি। আমাদের একটি দল ঘটনাস্থলে রওনা দিয়েছে। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে আগুনে নৌকার কতটুকু ক্ষয়ক্ষতি হয়েছে, কিংবা এতে কতজন পর্যটক ছিলেন সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য এখনো পাওয়া যায়নি।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×