সীতাকুন্ডে পিকআপ চাপায় লেগুনা চালক নিহত


সীতাকুন্ডে পিকআপ চাপায় লেগুনা চালক নিহত

চট্টগ্রাম জেলার সীতাকুন্ডে পিকআপের চাপায় নিহত হয়েছেন এক লেগুনা চালক। নিহত চালকের নাম বিকাশ আচার্য (৪৬)। তিনি পটিয়া থানার করতলা গ্রামের হারাধন আচার্য্যের ছেলে।

সোমবার (২৬ মে) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনাটি ঘটে। এ সময় পিকআপ চালককে আটক এবং পিকআপটি জব্দ করেছে বার আউলিয়া হাইওয়ে থানা পুলিশ। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে বার আউলিয়া হাইওয়ে থানার ওসি মো. আব্দুল মোমিন বাসসকে জানান, কুমিরা এলাকায় পিকআপ চাপায় একজন লেগুনা চালক গুরুতর আহত হন। স্থানীয়রা । স্থানীয়রা বিকাশকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পিকআপ চালক মো. রাজিবকে আটক করা হয়েছে এবং পিকআপটি জব্দ করা হয়েছে। এই ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×