সালথায় কৃষকলীগ সভাপতি গ্রেপ্তার
- ফরিদপুর প্রতিনিধি
- প্রকাশঃ ০৭:৫৮ পিএম, ২৬ মে ২০২৫

ফরিদপুরের সালথায় বিশেষ অভিযান মো. হারুন ফকির (৫৮) নামে এক কৃষকলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
হারুন ফকির শৈলডুবি গ্রামের মৃত মুনাউল্লাহ ফকিরের ছেলে। তিনি উপজেলার রামকান্তপুর ইউনিয়ন কৃষকলীগের সভাপতি।
সোমবার (২৬ মে) দুপুর ১টার দিকে উপজেলার রামকান্তপুর ইউনিয়নের শৈলডুবি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান বলেন, কৃষকলীগ নেতা হারুন মাতুব্বর এলাকায় আধিপত্য বিস্তার করতে সহিংস কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুরে হারুন ফকিরকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে বিস্ফোরক মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।