শাহজাদপুরে দুই গ্রামবাসীর সংঘর্ষে কৃষক নিহত, আহত ১৫


শাহজাদপুরে দুই গ্রামবাসীর সংঘর্ষে কৃষক নিহত, আহত ১৫

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় দুই গ্রামবাসীর সংঘর্ষে নজরুল ইসলাম (৪৫) নামে এক কৃষক নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার রুপবাটি ইউনিয়নের বাগদোনাল গ্রামে এ সংঘর্ষে আহত হয়েছেন আরও ১৫ জন।

নিহত কৃষক নজরুল ইসলাম বাগদোনাল গ্রামের মৃত সিরাজুল প্রামাণিকের ছেলে।

স্থানীয়রা জানান, মঙ্গলবার সকাল দশটার দিকে বাগদোনাল গ্রামের লোকজন মাঠে ধান কাটতে গেলে একই ইউনিয়নের কৈলাসচর গ্রামের লোকজন পূর্ব শত্রুতার জেরে বাগদোনাল গ্রামের লোকজনের ওপর হামলা চালায়। হামলায় বাগদোনাল গ্রামের কৃষক নজরুল ইসলাম মারা যান।

শাহজাদপুর থানা পুলিশ খবর পেয়ে সংঘর্ষ নিয়ন্ত্রণের চেষ্টা করেন। তারা লাশ উদ্ধারের চেষ্টা করছে। ওসি আসলাম আলী বলেন, ‘কৈলাসচর ও বাগদোনাল গ্রামের গ্রামবাসীর মধ্যে ফুটবল খেলা ও ধান কাটা নিয়ে দ্বন্দ্ব হয়। ওই দ্বন্দ্বের জেরে আজ সংঘর্ষে একজন নিহত হন। পুলিশ মরদেহ উদ্ধারের চেষ্টা করছে।’

এদিকে, দুপুর ১২টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা হয়নি বলে জানান ওসি।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×