চট্টগ্রামে যুবলীগ নেতাকে মারধর ও ন্যাড়া করে পুলিশে সোপর্দ


চট্টগ্রামে যুবলীগ নেতাকে মারধর ও ন্যাড়া করে পুলিশে সোপর্দ

চট্টগ্রামের রাউজানে এক যুবলীগ নেতাকে পিটুনির পর মাথা ন্যাড়া করে, গলায় জুতার মালা পরিয়ে পুলিশে দিয়েছে স্থানীয় লোকজন।

শুক্রবার রাতে রাউজানের উত্তর গুজরা আয়েশাবিবি পাড়ায় এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

মো. ফোরকান (৪৮) নামে ওই ব্যক্তি পূর্ব গুজরা ২ নম্বর ওয়ার্ডের আওয়ামী যুবলীগের সহ-সভাপতি।

স্থানীয় লোকজন বলছেন, আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে আত্মগোপনে ছিলেন ফোরকান। শুক্রবার তাকে এলাকায় দেখে স্থানীয় কিছু যুবক ও কিশোর তাকে আটকে মারধর করে। তার মাথা ন্যাড়া করে গলায় জুতার মালা পরিয়ে দেয়। পরে পুলিশে সোপর্দ করা হয়।

রাউজান থানার ওসি মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, ফোরকানের বিরুদ্ধে মুনিরিয়া তবলীগের কার্যালয় ভাঙচুরসহ দুইটি মামলা আছে। এসব মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×