ময়মনসিংহে ছাত্রদলের সম্পাদকের মাথায় ছুরিকাঘাত, থানায় অভিযোগ


ময়মনসিংহে ছাত্রদলের সম্পাদকের মাথায় ছুরিকাঘাত, থানায় অভিযোগ

ময়মনসিংহে এক ছাত্রদল নেতাকে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ১ নম্বর গেট এলাকায় এ ঘটনা ঘটে। 

আহত ছাত্রদল নেতার নাম মো. রাব্বী (২৩)। তিনি মহানগরীর ২০ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক ও নগরীর কেওয়াটখালী মড়লপাড়া পাওয়ার হাউজ রোড এলাকার বাসিন্দা মো. আব্দুর রউফের ছেলে।

এ ঘটনায় আহত রাব্বী বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে রাব্বী উল্লেখ করেন, ঘটনার সময় তিনি বাকৃবি ১ নম্বর গেট এলাকায় বসে ছিলেন। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মো. ছাব্বির (২৩) নামের এক যুবক তার ওপর চড়াও হন এবং মাথায় ছুরিকাঘাত করেন। 

মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক তানভীর আহমেদ রবিন জানান, রাব্বী স্থানীয় ওয়ার্ড ছাত্রদলের আংশিক পূর্ণাঙ্গ কমিটির সাধারণ সম্পাদক।

কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. সাইফুল ইসলাম বলেন, এ ঘটনায় অভিযোগ পেয়েছে পুলিশ। ঘটনাটি তদন্ত কর ব্যবস্থা নেওয়া হবে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×