মহেশপুর সীমান্তে ২৬ বাংলাদেশি আটক
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশঃ ০৬:৪৫ পিএম, ০৬ মে ২০২৫

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় নারী-পুরুষ ও শিশুসহ ২৬ বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (৭ মে) বিকেলে ৫৮ বিজিবির সহকারী পরিচালক সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার বিকেল থেকে মঙ্গলবার বিকেল পযন্ত কুসুমপুর, বেনীপুর, বাঘাডাঙ্গা, মাধবখালী, কুমিল্লাপাড়া বিওপির টহল দল সীমান্তে এলাকায় অভিযান পরিচালনা করে ২৬ জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে। আটকদের মধ্যে পাঁচজন পুরুষ ১৩ জন নারী ও ৮ জন শিশু রয়েছে। তারা সবাই যশোর, নড়াইল ও খুলনা জেলার বাসিন্দা।
একই দিনে মাধবখালী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার ধোপাখালী বাজারের পেছনে পাকা রাস্তার উপর হতে মাদক বিরোধী অভিযান চালিয়ে আসামী বিহীন ১১ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করে।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। আটক নারীদের যশোরে জাস্টিস অ্যান্ড কেয়ার সেন্টারে পাঠানো হবে।