ট্রেনের দরজা থেকে উঁকি দিয়ে প্রাণ গেল যাত্রীর


avatar/rail way 7).jpeg

নাটোরে চলন্ত ট্রেন থেকে মাথা বের করে ওভারব্রিজের পিলারের সঙ্গে ধাক্কা লেগে এক অজ্ঞাত (৪৫) যুবকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুর ২টার দিকে নলডাঙ্গা উপজেলার মাধনগর রেলওয়ে স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

মাধনগর রেলওয়ে স্টেশনের কর্তব্যরত স্টেশন মাস্টার উজ্জ্বল আলী  বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা বুড়িমারিগামী বুড়িমারি এক্সপ্রেস ট্রেনটি মাধনগর স্টেশন পাড় হচ্ছিল। এসময় একজন যুবক ট্রেনের দরজায় দাঁড়িয়ে মাথা বাইরে করতেই অসাবধানতাবশত স্টেশনের ওভারব্রিজের পিলারের সঙ্গে ধাক্কা লেগে পড়ে যায়। এসময় ঘটনাস্থলে তার মৃত্যু হয়। তবে নিহত ব্যক্তির পরিচয় জানা সম্ভব হয়নি।

তিনি বলেন, বিষয়টি সান্তাহার জিআরপি থানায় খবর দেওয়া হয়েছে। তানা ঘটনাস্থলে এসে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×