মনপুরায় প্রধান শিক্ষক ও এস এস সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে বিশৃঙ্খলা মেডিকেল টেকনোলজিস্ট কবিরয়ের


মনপুরায় প্রধান শিক্ষক ও এস এস সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে বিশৃঙ্খলা মেডিকেল টেকনোলজিস্ট কবিরয়ের

মনপুরার ৮ এপ্রিল মঙ্গলবার ছমেদপুর বাংলাবাজার মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অবসর জনিত বিদায় সংবর্ধনা দেয় বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা। একই সময় এস এস সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান আয়োজন করা হয়। বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত হয়ে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করেন উপজেলা ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক ও ঢাকার কেরানীগঞ্জ হাসপাতালে মেডিকেল টেকনোলজিস্ট মোঃ মিজানুর রহমান কবির। 

প্রত্যক্ষদর্শী ও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওর মাধ্যমে জানা যায় কবির তার বক্তব্যে বিদায়ী প্রদান শিক্ষকের মর্যাদা হানিকর বক্তব্য প্রদান করেন। উপস্থিত কোমলমতি শিক্ষার্থীদের মধ্যে উশৃঙ্খল আচরনের মাধ্যমে ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করে। এসময় উপজেলা নির্বাহী অফিসার লিখন বনিক, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মিলন মাতাব্বর, বিএনপির সহ সভাপতি ও বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি রফিকুল ইসলাম, যুবদলের সাবেক সভাপতি রাজিব চৌধুরী, ছাত্র ছাত্রী অভিভাবক ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তাদের উপস্থিতিতে উশৃঙ্খল ও ভীতিকর পরিস্থিতি সৃষ্টি হলে অতিথিবৃন্দ ওই বিএনপি নেতা কবির, তার সহযোগীদের শান্ত করার চেষ্টা করলে তারা আরও ঔদ্ধত্যপূর্ণ আচরন করেন। তাদের নিভৃত করার চেষ্টা করলে তারা বিএনপির ভারপ্রাপ্ত সাধারন সম্পাদকের সাথে অসৌজন্যমূলক আচরন করে। 

একজন সরকারি কর্মচারীর এমন আচরণ জনমনে ভীতি সঞ্চয় করেছে বলে জানান বিদ্যালয়ের ছাত্র অভিভাবক সোলায়মান হোসেন। 

উত্তর সাকুচিয়া বাসিন্দা রহমত মিয়া জানান মোঃ মিজানুর রহমান কবির গত বিএনপির সময়ে মনপুরায় চাকরি করতেন। ২০০৯ সালে যখন আওয়ামী লীগ সরকার গঠন করে তখন কৌশলে কেরানীগঞ্জ হাসপাতালে বদলি হয়ে মনপুরা থেকে চলে যান। ৫ আগস্টের ছাত্র জনতার অভ্যুত্থানের পর কবির নিয়মিত মনপুরায় এসে রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করেন। কবিরের উশৃঙ্খল আচরনে অতিষ্ঠ সাধারন মানুষ।

মনপুরা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মিলন মাতাব্বর বলেন মনপুরার একজন সম্মানিত প্রধান শিক্ষক ও এস এস সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে মোঃ মিজানুর রহমান কবির যে উশৃঙ্খল আচরণ করেছেন তা কোনোভাবেই কাম্য না। কবির বিএনপির সক্রিয় রাজনীতি করায় তাকে আমরা ইতিমধ্যে কারন দর্শানোর নোটিস দিয়েছি। 

কেরানীগঞ্জ হাসপাতালের স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোঃ আব্দুল মোকাদ্দেস বলেন ঈদের ছুটির পর মেডিকেল টেকনোলজিস্ট মোঃ মিজানুর রহমান কবির পাঁচ দিন কর্মস্থলে অনুপস্থিত ছিলেন আমরা তাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছি। মোঃ মিজানুর রহমান কবির বিদায় অনুষ্ঠানে বিশৃঙ্খলা করেছে  বিষয়টি আমরা শুনেছি লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নিব।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×