লক্ষ্মীপুরে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে পানি-স্যালাইন বিতরণ ছাত্রদল নেতার


লক্ষ্মীপুরে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে পানি-স্যালাইন বিতরণ ছাত্রদল নেতার

তীব্র তাপদাহ থেকে স্বস্তি পেতে লক্ষ্মীপুরে ৫ শতাধিক এসএসসি পরীক্ষার্থীদের মাঝে বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করা হয়েছে। এসব পানি ও স্যালাইন বিতরণ করা হয় লক্ষ্মীপুর আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রের পরীক্ষার্থীদের মাঝে।

মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুরে লক্ষ্মীপুর সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক হাসিবুর রহমান অভির উদ্যোগে এ আয়োজন করা হয়।

এ সময় আরও উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক বাহাদুর হোসেন নোবেল, ইমতিয়াজ আহমেদ বাবু, কলেজ ছাত্রদল নেতা মতিউর আরিফ ও রবিউল আওয়াল চৌধুরী প্রমুখ।

ছাত্রদল নেতা হাসিবুর রহমান অভি বলেন, লক্ষ্মীপুরে প্রচন্ড গরম পড়ছে। এতে এসএসসি পরীক্ষার্থীরা গরমে অতিষ্ট হয়ে পড়ছে। তীব্র তাপপ্রবাহ থেকে তাদেরকে কিছুটা হলেও প্রশান্তি দেওয়ার জন্য পানি ও স্যালাইন বিতরণ করা হয়েছে। কেন্দ্রের বাহিরে অবস্থান নেওয়া অভিভাবকদেরকেও পানি-স্যালাইন দেও

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×