জামিনে বেরিয়ে মারধরের শিকার সাবেক সাংসদ আব্দুল আজিজ


জামিনে বেরিয়ে মারধরের শিকার সাবেক সাংসদ আব্দুল আজিজ

উচ্চ আদালতে জামিনে মুক্তি পাওয়া সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সাবেক সাংসদ (এমপি) আব্দুল আজিজকে জেলগেটে ধরে পুলিশে সোপর্দ করেছে ছাত্র-জনতা। এ সময় তাকে মারধর করা হয়।

মঙ্গলবার (৮ এপ্রিল) রাত সোয়া ৮টার দিকে সিরাজগঞ্জ জেলা কারাগারের সামনে এই ঘটনা ঘটে। এ ঘটনার ২৬ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ওই ভিডিওতে দেখা যায়, কয়েকজন যুবক আব্দুল আজিজের শার্টের কলার টেনে ধরে জোরপূর্বক মোটরসাইকেলে তোলার চেষ্টা করছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সাবেক এমপি আব্দুল আজিজ কারামুক্ত হয়েছে- এমন খবর ছড়িয়ে পড়লে ছাত্র-জনতা জেলা কারাগারে সামনে জড়ো হতে থাকে। এরপর কারাগার থেকে মুক্ত হয়ে বের হওয়ার সঙ্গে সঙ্গে তাকে ঘিরে ফেলেন তারা। এ সময় তাকে ধরে টানাহেঁচড়ার পাশাপাশি মারধরও করে ছাত্র-জনতা।

কারাগার সূত্র জানায়, আব্দুল আজিজ হত্যাচেষ্টা ও বিস্ফোরক আইনের মামলায় গত ৪ ফেব্রুয়ারি থেকে কারাবন্দি ছিলেন। এরপর হাইকোর্ট থেকে জামিন পেয়ে মঙ্গলবার তিনি মুক্তি পান।

কারা তত্ত্বাবধায়ক কামরুজ্জামান বলেন, ‘উচ্চ আদালতের নির্দেশে স্থানীয় প্রশাসন ও গোয়েন্দা সংস্থার সঙ্গে আলাপ-আলোচনা করেই রাত ৮টার দিকে তাকে ছাড়া হয়েছিল। পরে নাকি বিক্ষুব্ধ ছাত্র-জনতা তাকে ধরে নিয়ে থানায় সোপর্দ করেছে।’

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবির জানান, ছাত্র-জনতা তাকে থানায় সোপর্দ করেছে। বর্তমানে তিনি পুলিশ হেফাজতে আছেন। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলাপ-আলোচনার করে ব্যবস্থা নেওয়া হবে।

সিরাজগঞ্জ আর্মি ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জুনায়েদ বিন কবির বলেন, ‘এই বিষয়টি আমরা আগে থেকে অবগত ছিলাম না। পরবর্তী বিষয়টি জানার পর মেজর মারুফের নেতৃত্বে দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে তাকে পুলিশে সোপর্দ করা হয়েছে।’

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×