থানায় জিডি করতে ৩ প্যাকেট সিগারেটের দাম নিলেন এএসআই


থানায় জিডি করতে ৩ প্যাকেট সিগারেটের দাম নিলেন এএসআই

মুন্সিগঞ্জের সিরাজদিখান থানায় পাসপোর্ট হারানোর সাধারণ ডায়েরি (জিডি) করতে তিন প্যাকেট বেনসন সিগারেটের দামের সমপরিমাণ (১ হাজার ২০০) টাকা নেয়ার অভিযোগ উঠেছে সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মাহফুজুর রহমানের বিরুদ্ধে। শনিবার (৫ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে সিরাজদিখান থানায় এই ঘটনা ঘটে। 

জিডি করতে আসা ব্যক্তির নাম মো. সালমান কবীর। তিনি বলেন, ‘আমি শনিবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে পাসপোর্ট হারানোর জিডি করতে থানায় যাই। তখন এএসআই মাহফুজুর রহমান কীভাবে হারিয়েছে জানতে চান। আমি বলি ঢাকার পল্টন থেকে বাসে আসার সময় পাসপোর্ট হারিয়ে যায়। উনি বলেন, ‘তাহলে পল্টন চলে যান এখানে হবে না।’ পরে জিডিটা করার জন্য তাকে রিকুয়েস্ট করি। তখন তিনি বলেন, ‘দোকানে গিয়ে ৩ প্যাকেট বেনসন সিগারেট কিনে নিয়ে আসেন। আর না হয় ৩ প্যাকেট বেনসনের টাকা দিয়ে যান। পরে থানার পুকুরের অপর পাশের একটি দোকানে গিয়ে ৩ প্যাকেট সিগারেটের দাম ১ হাজার ২০০ টাকা দেই।’ 

এ বিষয়ে সিরাজদিখান থানার এএসআই মাহফুজুর রহমানের কাছে জানতে চাইলে তিনি কথা না বোঝার কথা বলে তার বিরুদ্ধে আনা অভিযোগ এড়িয়ে যান। পরে তিনি হোয়াটসঅ্যাপে কল করে প্রতিবেদককে থানায় যেতে বলেন।

সহকারী পুলিশ সুপার (সিরাজদিখান সার্কেল) আ. ন. ম. ইমরান খান বলেন, ‘থানায় কোনো কাজ করাতে টাকা লাগে না। আমি ছুটিতে আছি। তা না হলে আমি তার বিরুদ্ধে ব্যবস্থা নিতাম।’

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×