বাড়িঘর লুটে বাধা দেওয়ায় কৃষকের হাত কেটে নিল সন্ত্রাসীরা


April 2025/Younos Sardar.webp
ইউনুস সরদার

মাদারীপুরের কালকিনি উপজেলার সিডিখান ইউনিয়নের ডিমচর গ্রামের ইউনুস সরদার (৫০) নামে এক কৃষকের কবজি বিচ্ছিন্ন করেছে দুর্বৃত্তরা। নিজ বাড়িতে লুটপাট চালানোর সময় বাধা দেওয়ায় হামলাকারীরা তাঁর হাত কেটে নেয়। শুক্রবার (৪ এপ্রিল) সকালে এ ঘটনা ঘটে।

ইউনুস ওই গ্রামের মফিজ সরদারের ছেলে। তাঁকে উদ্ধার করে প্রথমে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে তাঁকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে দুর্বৃত্তরা অতর্কিত ইউনুস সরদারের ঘরে ঢুকে লুটপাট শুরু করে। বাধা দিতে গেলে অস্ত্র দিয়ে কুপিয়ে তারা ইউনুসকে গুরুতর জখম করে। একপর্যায়ে তাঁর হাত বিচ্ছিন্ন করে ফেলে হামলাকারীরা পালিয়ে যায়। এ সময় বাধা দিতে এলে ইউনুসের স্ত্রী শাবনুর বেগমকেও পিটিয়ে জখম করে তারা। স্বামী-স্ত্রীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

এ বিষয়ে ইউনুসের স্ত্রী শাবনুর বেগম বলেন, ‘হামলাকারীদের বিরুদ্ধে মামলা করব। আমার স্বামীর হাত যারা কেটে ফেলেছে, তাদের দ্রুত গ্রেপ্তার চাই। স্বামীকে বাঁচাতে এগিয়ে না গেলে হয়তো প্রাণে মেরে ফেলত তারা।’

ভুক্তভোগী ইউনুস সরদার বলেন, ‘কিছু দিন আগে শাহীন রাঢ়ি ও তাঁর লোকজন তাঁকে এলাকায় ঢুকতে নিষেধ করেন। তাদের কথা না মেনে এলাকায় যান তিনি। পরে হুমকিদাতারা তাঁর ওপর হামলা চালান।’

এমনকি চিকিৎসা নিতে যাওয়ার সময়ও তাদের ওপর আক্রমণের চেষ্টা হয়। হামলাকারীদের বিচার দাবি করেন তিনি।’ 

কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, ‘কারা কেন হামলা চালিয়েছে, বিষয়টি এখনও নিশ্চিত হওয়া যায়নি। হামলাকারীদের শনাক্তে পুলিশ কাজ শুরু করেছে। ঘটনা তদন্ত করা হবে।’

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×