সড়কে মোটরসাইকেল ‘রেস’, প্রাণ গেল দুই যুবকের


সড়কে মোটরসাইকেল ‘রেস’, প্রাণ গেল দুই যুবকের

রংপুরের বদরগঞ্জ উপজেলার ট্যাক্সেরহাট এলাকায় অটোভ্যানের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছেন।

মঙ্গলবার (১ এপ্রিল) দুপুর দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছেন বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আতিকুর রহমান। 

পুলিশ জানায়, দুই বন্ধু ঈদ উপলক্ষে মোটরসাইকেল নিয়ে ঘুরতে বেরিয়েছিল।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুই আরোহী এক বার দ্রুত বেগে, এক বার ধীরগতিতে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিল। এক পর্যায়ে দ্রুতবেগে মোটরসাইকেল চালানোর সময় বিপরীত দিক থেকে আসা অটোভ্যানের সঙ্গে সংঘর্ষে ঘটনাস্থলেই আশিক নামে এক যুবক নিহত হন। তার বাড়ি স্থানীয় পাকার মাথা এলাকায়। গুরুতর আহত হন অপর আরোহী নাঈম হোসেন। তার বাড়ি স্থানীয় পাওটানার হাটে। তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এসএম আতিকুর রহমান বলেন, ‘মূলত দুই বন্ধু মোটরসাইকেল নিয়ে সড়কে রেস খেলছিল। এক পর্যায়ে দ্রুতবেগে মোটরসাইকেল চালানোর সময় বিপরীত দিক থেকে আসা অটোভ্যানের সঙ্গে সংঘর্ষে ঘটনাস্থলে আশিক নামে এক যুবক নিহত হন। নিহত দুইজনের মধ্যে একজনের নাম আশিক অপরজনের নাঈম হোসেন।’

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×