রাজবাড়ীতে ৩ ছাত্রকে ধর্ষণচেষ্টা, মাদ্রাসাশিক্ষক‌ আটক


রাজবাড়ীতে ৩ ছাত্রকে ধর্ষণচেষ্টা, মাদ্রাসাশিক্ষক‌ আটক

রাজবাড়ীর কালুখা‌লি‌তে ‌৩ ছাত্রকে ধর্ষণচেষ্টার অভিযোগে এক মাদ্রাসাশিক্ষক‌কে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে উপ‌জেলার হ‌রিণবা‌ড়িয়ার একটি মাদ্রাসা থে‌কে ওই শিক্ষক‌কে আটক করা হয়। আটক ওই শিক্ষ‌কের নাম আব্দুল্লাহ আল মামুন।

অভিযোগের বরা‌তে কালুখা‌লি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ জা‌হেদুর রহমান জানান, শিক্ষ‌ক আব্দুল্লাহ আল মামুন ওই ৩ শিশু‌ ছাত্রকে গত ৩ মা‌স ধ‌রে বি‌ভিন্ন বাহানায় তার রু‌মে ডে‌কে ধর্ষণের চেষ্টা ক‌রে। ভ‌য়ে ওই শিশুরা তার প‌রিবার‌কে কিছু না জানা‌লেও স্থানীয় টের‌ পে‌য়ে ওই শিক্ষ‌ককে আটক ক‌র‌লে দোষ স্বীকার ক‌রে। প‌রে তা‌কে পু‌লি‌শের কা‌ছে তু‌লে দেয় স্থানীয়রা।

ওসি মুহাম্মদ জা‌হেদুর রহমান আরও জানান, 'অভিযুক্ত শিক্ষককে আটক করা হয়েছে। এক শিশুর পরিবার থানায় এসে লিখিত অভিযোগ দি‌য়ে‌ছে। এ বিষ‌য়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।'

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×