বিদেশ যেতে না পেরে মাইকে গালাগাল, অবশেষে স্বপ্নপূরণ


বিদেশ যেতে না পেরে মাইকে গালাগাল, অবশেষে স্বপ্নপূরণ

১ লাখ টাকা ঋণ না পেয়ে ক্ষোভে মাইক ভাড়া করে এলাকাবাসীকে গালাগাল করা কিশোরগঞ্জের সারোয়ার হোসেন রাব্বির ভাগ্যের চাকা ঘুরে গেছে। এবার তার বিদেশ যাওয়ার স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে ২ লাখ টাকা ঋণ পেয়েছেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন রাব্বি নিজেই।

আগামী ৩০ অক্টোবর সৌদি আরবের উদ্দেশে দেশ ছাড়বেন রাব্বি। এর আগে, ‘মাইক ভাড়া করে গালাগাল’ শিরোনামের খবর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর বিষয়টি ভাইরাল হয়। এরপরই প্রবাসী কল্যাণ ব্যাংক তার পাশে দাঁড়ায়।

জানা গেছে, কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের দক্ষিণ পানান গ্রামের হতদরিদ্র পরিবারে জন্ম রাব্বির। পরিবারের আর্থিক স্বচ্ছলতা আনতে দীর্ঘদিন ধরেই বিদেশ যাওয়ার চেষ্টা করছিলেন তিনি। সৌদি যাওয়ার ভিসা হাতে পেলেও শেষ মুহূর্তে ১ লাখ টাকার ঘাটতির কারণে স্বপ্নভঙ্গের আশঙ্কা তৈরি হয়।

বিভিন্নজনের কাছে সহায়তা চেয়েও ব্যর্থ হন রাব্বি। এনজিওর লোকজনও প্রথমে টাকা দেওয়ার আশ্বাস দিলেও পরে অস্বীকৃতি জানায়। স্থানীয় কিছু লোকজন সেখানে বাঁধা প্রদান করে; এমন অভিযোগ এনে ক্ষোভে ৫০০ টাকা দিয়ে মাইক ভাড়া করে গত ১৬ অক্টোবর দুপুরে এলাকাবাসীকে গালাগাল করেন রাব্বি। পরে সেই ভিডিও রাব্বি তার ফেসবুক আইডিতে পোস্ট করেন। মুহূর্তেই তা ভাইরাল হয়।

সারোয়ার হোসেন রাব্বি বলেন, টাকার অভাবে দুইবার বিদেশ যাওয়ার সুযোগ হাতছাড়া হয়েছে। এবারও যখন অনিশ্চয়তায় ছিলাম, তখন মাথা কাজ করছিল না। রাগে মাইক ভাড়া করে গালাগাল করেছিলাম। কিন্তু আমি কল্পনাও করিনি, ওই ভিডিওই আমার জীবনের মোড় ঘুরিয়ে দেবে।

তিনি আরও বলেন, সংবাদ প্রকাশের পর প্রবাসী কল্যাণ ব্যাংকের কিশোরগঞ্জ শাখা থেকে আমার সঙ্গে যোগাযোগ করা হয়। প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার পর ২৩ অক্টোবর আমাকে ২ লাখ টাকা ঋণ দেওয়া হয়। এখন হাতে টিকিটও এসেছে, ইনশাআল্লাহ ৩০ অক্টোবর সৌদি যাচ্ছি। সবাই দোয়া করবেন।

প্রবাসী কল্যাণ ব্যাংক কিশোরগঞ্জ শাখার জেনারেল ম্যানেজার মোজাম্মেল হক বলেন, ‘ঋণ না পেয়ে ক্ষোভে মাইক ভাড়া করে এলাকাবাসীকে গালাগাল’; সংবাদটি ভাইরাল হওয়ার পর বিষয়টি আমাদের নজরে আসে। আমরা স্থানীয় বাসিন্দাদের সহায়তায় রাব্বির সঙ্গে যোগাযোগ করি। যাচাই-বাছাই শেষে নিয়মমাফিক তাকে ২ লাখ টাকা ঋণ দেওয়া হয়েছে। দুই মাস পর থেকে কিস্তিতে ঋণ পরিশোধ শুরু হবে।

তিনি আরও জানান, যে কেউ বিদেশ যেতে ইচ্ছুক অথচ আর্থিক সমস্যায় ভুগছেন, তারা প্রবাসী কল্যাণ ব্যাংকের সহায়তা নিতে পারেন। আমরা যাচাই করে প্রয়োজনীয় সহায়তা দিয়ে থাকি।

এখন নিজের স্বপ্ন পূরণের পথে সারোয়ার হোসেন রাব্বি। ভাইরাল এক ভিডিও আজ তার জীবনের নতুন অধ্যায় খুলে দিয়েছে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×