আজ প্রধান উপদেষ্টার কাছে জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ হস্তান্তর করবে ঐকমত্য কমিশন


আজ প্রধান উপদেষ্টার কাছে জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ হস্তান্তর করবে ঐকমত্য কমিশন

জুলাই সনদ বাস্তবায়নের রূপরেখা নিয়ে তৈরি চূড়ান্ত সুপারিশ আজ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের হাতে তুলে দেবে জাতীয় ঐকমত্য কমিশন।

কমিশন সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুর ১২টায় উপদেষ্টা পরিষদের সদস্যদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে এ সুপারিশপত্র হস্তান্তর করা হবে। এর আগে সোমবার বিকেলে রাষ্ট্রীয় অতিথিভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সভাপতিত্বে কমিশনের সমাপনী বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন কমিশনের সহসভাপতি ড. আলী রীয়াজ, সদস্য বিচারপতি মো. এমদাদুল হক, ড. ইফতেখারুজ্জামান, ড. বদিউল আলম মজুমদার, ড. মো. আইয়ুব মিয়া এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।

সভায় কমিশনের গঠন থেকে শুরু করে চূড়ান্ত সুপারিশ প্রণয়ন পর্যন্ত পুরো প্রক্রিয়ার লিখিত নথি, অডিও, ভিডিও ও আলোকচিত্র সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করেন প্রধান উপদেষ্টা।

অন্যদিকে, কমিশনের সদস্যরা শুধু জুলাই সনদের বাস্তবায়ন নয়, অন্যান্য সংস্কার কমিশনের প্রস্তাবগুলোও দ্রুত কার্যকর করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

উল্লেখযোগ্য যে, গত ১৭ অক্টোবর স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদে বিএনপি, জামায়াতসহ অধিকাংশ রাজনৈতিক দল অংশ নেয়। তবে আইনি ভিত্তি স্পষ্ট না থাকায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দলটি এতে স্বাক্ষর থেকে বিরত থাকে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×