সাবেক ভূমিমন্ত্রীর মেয়ে আওয়ামী লীগ নেত্রী গ্রেপ্তার


সাবেক ভূমিমন্ত্রীর মেয়ে আওয়ামী লীগ নেত্রী গ্রেপ্তার
মাহজেবিন শিরিন পিয়া

সাবেক ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলুর মেয়ে মাহজেবিন শিরিন পিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৩ মার্চ) সকালে পাবনা জেলার ঈশ্বরদী উপজেলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এ তথ্য নিশ্চিত করেছেন ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম শহিদ। 

শিরিন পিয়া ঈশ্বরদী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং পাবনা জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক। বৈষম্যবিরোধী ছাত্রজনতার আন্দোলনে হামলা মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

পুলিশ জানায়, গত ৪ আগস্ট ঈশ্বরদীতে বৈষম্যবিরোধী ছাত্রজনতার আন্দোলনে হামলার ঘটনায় সরাসরি জড়িত ছিলেন পিয়া। বিশেষ অভিযান চালিয়ে আওয়ামী লীগ নেত্রী পিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। আজ তাকে আদালতে পাঠানো হবে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×