‘ছিনতাইকারী আখ্যা দিয়ে’ যুবককে গাছে ঝুলিয়ে নির্যাতন


‘ছিনতাইকারী আখ্যা দিয়ে’ যুবককে গাছে ঝুলিয়ে নির্যাতন

নারায়ণগঞ্জে ‘ছিনতাইকারী আখ্যা দিয়ে’ এক যুবককে গাছে ঝুলিয়ে নির্যাতনের ঘটনা ঘটেছে, যার ভিডিও ছড়িয়ে পড়েছে ফেসবুকে।

বুধবার (১২ মার্চ) বিকালে শহরের চাষাঢ়ায় কেন্দ্রীয় শহীদ মিনারে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ; তবে কাউকে আটক করা যায়নি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে এক যুবকের দুই হাত বেঁধে গাছের সাথে ঝোলানো অবস্থায় দেখা যায়। ওই অবস্থায় তাকে লাথি, ঘুষি মারছিলেন উত্তেজিত কয়েকজন যুবক৷ আর অনেকে সেই দৃশ্য মোবাইলে ভিডিও করছিলেন।

ঘটনার প্রত্যক্ষদর্শী শহীদ মিনারের পাশের চায়ের দোকানি আজাদ মিয়া বলেন, “ছিনতাইকারী বইলা এক ছেলেকে মারতে মারতে শহীদ মিনারে নিয়ে আসছে৷ পরে তারে গাছে বেঁধে মারধর করছে৷ লাঠি, রড দিয়ে পিটাইছে৷ মারধরের পর তাকে ছেড়ে দিছে৷”

এ চা দোকানি বলছেন, চোর বা ছিনতাইকারী আখ্যা দিয়ে শহীদ মিনারে প্রায়ই মারধরের ঘটনা ঘটে। সেখানে কিশোর-যুবক বয়সী ছেলেদের মারামারিও যেন নিত্যদিনের ঘটনা হয়ে উঠেছে।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাসির আহমদ বলেন, ‘গাছে ঝুলিয়ে নির্যাতনের খবর তারা দেরিতে পেয়েছেন। পুলিশ যখন গেছে, তখন ভুক্তভোগী যুবক বা ঘটনায় জড়িতদের কারো খোঁজ পায়নি৷’

‘পুলিশ প্রতিনিয়ত চুরি, ছিনতাইয়ের সাথে জড়িতদের গ্রেপ্তার করছে৷ আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কাজ করছে৷ কারও বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে তাকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে সোপর্দ করতে হবে৷ আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না৷ সেক্ষেত্রে যিনি আইন নিজের হাতে তুলে নেবেন, তিনিও আইন ভঙ্গকারী হিসেবে চিহ্নিত হবেন৷’

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×