গাঁজা সেবনকালে পুলিশের দুই সদস্যকে আটক করল শিক্ষার্থীরা


গাঁজা সেবনকালে পুলিশের দুই সদস্যকে আটক করল শিক্ষার্থীরা

নওগাঁয় গাঁজা সেবনকালে ২ পুলিশ সদস্যকে আটক করেছে শিক্ষার্থীরা।

রোববার (৯ মার্চ) সকাল ১০টায় সদর উপজেলার কেডি উচ্চ বিদ্যালয়ের পরিত্যক্ত ভবনের সামনে থেকে তাদের আটক করা হয়।
 
আটক পুলিশ সদস্যরা হলেন ইউনিফর্ম পরিহিত কনস্টেবল সুজন হোসেন ও কনস্টেবল আলম হোসেন। তাদের সঙ্গে আরও একজনকে আটক করা হলেও তার নাম-পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
 
স্থানীয়রা জানান, গাঁজাসহ তাদের আটক করা হয়। এ সময় কনস্টেবল সুজন ও আলম তাদের সঙ্গে থাকা পিস্তল হাতে নিয়ে শিক্ষার্থীদের ভয়ভীতি দেখিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাহিদ ফেরদৌস ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করেন।
 
পরে পুলিশ সদস্যদের ডিবি পুলিশের হাতে তুলে দেয়া হয়।

এ নিয়ে নওগাঁ জেলা পুলিশ সুপার (এসপি) সাফিউল সারোয়ার বলেন, ‘তাদের ডোপ টেস্ট করতে দেয়া হয়েছে। টেস্টে প্রমাণিত হলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। পুলিশ হিসেবে কোনো ছাড় দেয়া হবে না।’

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×