হাসিনা ও বঙ্গবন্ধুর নামে থাকা নৌ, বিমান ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ৮ প্রতিষ্ঠানের নাম পরিবর্তন


March 2025/Defence Ministry.jpg

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্য এবং তার সরকারের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের নামে থাকা নৌবাহিনী, বিমান বাহিনী ও প্রতিরক্ষা মন্ত্রণালয় সংশ্লিষ্ট আটটি প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করা হয়েছে। 

রোববার (৯ মার্চ) প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্য এবং তার সরকারের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের নামে থাকা বাংলাদেশ নৌবাহিনীর তিনটি, বিমানবাহিনীর তিনটি, সামরিক বাহিনী কমান্ড ও স্টাফ কলেজের একটি এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটিসহ মোট আটটি প্রতিষ্ঠান ও স্থাপনার নাম বাতিল করে নতুন নাম প্রস্তাব করা হয়। প্রতিরক্ষা উপদেষ্টার (প্রধান উপদেষ্টা) অনুমোদনের পর সেগুলোর নতুন নামে নামকরণ করা হয়।’

চট্টগ্রামের নিউ মুরিংয়ের বানৌজা বঙ্গবন্ধুর নাম বানৌজা খালিদ বিন ওয়ালিদ, ঢাকার খিলক্ষেত নামাপাড়ার বানৌজা শেখ মুজিবের নাম বানৌজা ঢাকা, কক্সবাজারের পেকুয়ার বানৌজা শেখ হাসিনার নাম বানৌজা পেকুয়া, ঢাকার কুর্মিটোলার বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বঙ্গবন্ধুর নাম বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বীর উত্তম একে খন্দকার, বঙ্গবন্ধু এ্যারোনটিক্যাল সেন্টার বিমান বাহিনীর নাম বাংলাদেশ এ্যারোনটিক্যাল সেন্টার, যশোরের বিএএফএ বঙ্গবন্ধু কমপ্লেক্সের নাম বিএএফএ কমপ্লেক্স, মিরপুর সেনানিবাসে শেখ হাসিনা কমপ্লেক্সের নাম ডিএসসিএসসি কমপ্লেক্স এবং বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরকে প্রতিরক্ষা জাদুঘর হিসাবে নামকরণ করা হয়েছে।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. আশরাফ উদ্দিনের সই করা এই প্রজ্ঞাপনে আরও বলা হয়, ‘জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।’

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×