আ.লীগ নেতার বয়ানে বিএনপি নেতা ধরা, দুজনের ঘরেই মিলল আগ্নেয়াস্ত্র
- মাগুরা প্রতিনিধি
- প্রকাশঃ ০৯:৫৮ পিএম, ০৭ জুলাই ২০২৫

মাগুরার শ্রীপুর উপজেলায় যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ আওয়ামী লীগ ও বিএনপির দুই নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার (৬ জুলাই) গভীর রাতে পৃথক অভিযান চালিয়ে তাদের কাছ থেকে তিনটি আগ্নেয়াস্ত্র ও ১১ রাউন্ড গুলি উদ্ধার করে সেনাবাহিনী নেতৃত্বাধীন যৌথবাহিনী।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন নোহাটা গ্রামের আওয়ামী লীগ কর্মী মিজানুর রহমান টিটো এবং তারাউজিয়াল গ্রামের সব্দালপুর ইউনিয়নের বিএনপির সাবেক সভাপতি শরিফুল ইসলাম সাচ্চু।
যৌথবাহিনী সূত্রে জানা গেছে, নাশকতা মামলার আসামি টিটোকে গোপন সংবাদের ভিত্তিতে রাতে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে দুইটি রিভলভার ও আট রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পরে টিটোর দেওয়া তথ্য অনুযায়ী, রাত তিনটার দিকে বিএনপি নেতা সাচ্চুর বাড়িতে অভিযান চালানো হয়। সেখানে একটি চায়না পিস্তল ও তিন রাউন্ড গুলি জব্দ করা হয়। ঘটনাস্থল থেকেই সাচ্চুকে গ্রেপ্তার করা হয়।
শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইদ্রিস আলী জানান, শরিফুল ইসলাম সাচ্চুর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। একই মামলায় আওয়ামী লীগ কর্মী টিটোর বিরুদ্ধেও আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে।
ঢাকাওয়াচ/এমএস