ডাসারে ‘বরিশাল খাল’ উদ্ধারে উপজেলা প্রশাসন


ডাসারে ‘বরিশাল খাল’ উদ্ধারে উপজেলা প্রশাসন

দখল আর দুষণের কবলে অস্তিত্ব সংকটে হারিয়ে যেতে বসছে মাদারীপুরের বরিশাল খাল। উপজেলা প্রশাসনের উদ্যোগে খালটি পুনরুদ্ধারের অংশ হিসেবে শুরু হয়েছে পরিস্কার-পরিচ্ছন্নতার কার্যক্রম।

শুক্রবার (৭ মার্চ) সকালে ডাসার উপজেলার পাথুরিয়ারপাড় এলাকা থেকে খাল পুনরুদ্ধারের কাজ শুরু করা হয়।

জানা গেছে,মাদারীপুরের ডাসার উপজেলার আংশিক গোপালপুর এলাকা থেকে সনমান্দী পর্যন্ত ৮ কিলোমিটার বরিশাল খাল। দীর্ঘ দিন সংস্কার না হওয়ায়, দখল আর দুষণে বন্ধ হয়ে যায় খালের প্রবাহ। ময়লা আর আবর্জনায় বেড়েছে মশা-মাছির উপদ্রব। এতে ছড়িয়ে পড়ছে রোগ জীবাণু। এছাড়াও খাল পাড়ে রয়েছে অবৈধ স্থাপনা। এরই অংশ হিসেবে ডাসার উপজেলার আংশিক পুনরুদ্ধারে কাজে নামে উপজেলা প্রশাসন।

খাল পরিস্কার- পরিচ্ছন্নতার কার্যক্রমের সময় উপস্থিত ছিলেন ডাসার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাইফ-উল আরেফীন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাফিজুর রহমান, বালিগ্রাম ইউনিয়েনের চেয়ারম্যান মো. মজিবুর রহমান, মাঈনুল ইসলাম প্রমুখ।

এ ব্যাপারে সাইফ-উল আরেফীন বলেন, ‘জেলা প্রশাসন, মাদারীপুরের নির্দেশনায় আজ সকাল থেকে বরিশাল খাল পুনরুদ্ধার কার্যক্রম (ডাসার উপজেলার অংশ) গ্রহণ করে ডাসার উপজেলা প্রশাসন। পর্যায়ক্রমে খালের কচুরিপানা পরিষ্কার ও খালের তীরের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে।’

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×