আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে লুট হওয়া অস্ত্র উদ্ধারে বিশেষ অভিযানের আহ্বান এ্যানির


আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে লুট হওয়া অস্ত্র উদ্ধারে বিশেষ অভিযানের আহ্বান এ্যানির
শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি

বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন বলেন, ‘৫ আগস্ট সারাদেশে থানাগুলোতে হামলা ও অগ্নিসংযোগ করে যেসব অস্ত্র লুট করা হয়েছে, ৬ মাস পার হলেও লুট হওয়া সেসব অস্ত্র এখনো উদ্ধার হয়নি। আর এসব অস্ত্র ও আওয়ামী লীগের সন্ত্রাসীদের কাছে থাকা অবৈধ অস্ত্র দিয়ে দেশে আইনশৃংখলার অবনতি ও সমাজে বিশৃংখলার চেষ্টা করছে ফ্যাসিবাদের দোসর ও জঙ্গীরা। স্বৈরাচার শেখ হাসিনা পালিয়ে গেলেও তার দোসর, সাঙ্গ-পাঙ্গরা এখনো দেশের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র করছে। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে লুট হওয়া অস্ত্র উদ্ধারে অন্তবর্তী সরকারকে বিশেষ অভিযান চালাতে হবে। এতে বিএনপির সমর্থন ও সহযোগিতা থাকবে।’

বুধবার (৫ মার্চ) দুপুরে লক্ষ্মীপুর জেলা শহরের বসির ভিলার হল রুমে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে টেউটিন বিতরণকালে এসব কথা বলেন তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু।

এ সময় শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি আরো বলেন, ‘বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় দলীয় নেতাকর্মীরা কাজ করছেন। তারাই ধারাবাহিকতায় লক্ষ্মীপুরে প্রায় ১ হাজার বান্ডিল ঢেউটিন বিতরণ করা হয়। দেশে যেভাবে আইনশৃঙ্খলার অবনতি হচ্ছে। চুরি ডাকাতি, হানা-হানি ও মারামারি হচ্ছে। থানা থেকে লুট হওয়া অস্ত্রগুলো সন্ত্রাসীদের কাছে থাকার কারণে দিন দিন আইনশৃঙ্খলার অবনতি হচ্ছে।’

দ্রুত এসব অস্ত্র উদ্ধার না হলে আগামীতে নির্বাচনের সময় এসব অস্ত্র দিয়ে কেন্দ্র দখল করার পাঁয়তারা করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। 

‘কিন্তু সেটা কোনভাবে আর করতে দেয়া হবে না। সবাইকে সঙ্গ নিয়ে সব ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে।’

দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে এ্যানি বলেন, ‘রাজনীতিতে প্রতিযোগিতা থাকবে, কিন্তু প্রতিহিংসা থাকতে পারবে না। সব ভেদাভেদ ভুলে ঐক্যবব্ধ থাকতে হবে। সবাই মিলে সুন্দর একটি বাংলাদেশ গড়তে হবে। স্বৈরাচার শেখ হাসিনা দেশটাকে অনেক পিছিয়ে দিয়েছে। সেখান থেকে উদ্ধার করে আমাদেরকে আসতে হলে এক দিকে সংস্কার প্রয়োজন। আরেক দিকে জনগণের প্রতিনিধিত্বশীল সরকার প্রয়োজন। একটি সুন্দর ও নিরপেক্ষ নির্বাচনের দিকে আমরা তাকিয়ে আছি। তাই সবাই ঐক্যবদ্ধ থাকতে হবে।’

কেউ যেন বাংলাদেশ নিয়ে আর ষড়যন্ত্র করতে না পারে, সেদিকে সবাইকে লক্ষ্য রাখতে হবে বলে জানান তিনি।

জাতীয় সংসদ নির্বাচন ও সংস্কার দুইটাই খুবই জরুরী। তাই দ্রুত সময়ের মধ্যে সংস্কার কাজ শেষ করে নির্বাচন দেয়ার আহবানও জানান শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাছিবুর রহমান।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×