সিলেটে ইফতারে নানা রকমের চাহিদা ক্রেতাদের উপচে পড়া ভীড়


সিলেটে ইফতারে নানা রকমের চাহিদা ক্রেতাদের উপচে পড়া ভীড়

সিলেটের ইফতারে আগে নগরের নামি-দামি রেস্টুরেন্ট গুলোর সামনে প্রতিবছরই দীর্ঘ লাইন ধরে থাকেন ক্রেতারা। এবারও তার ব্যাতিক্রম নয় সিলেট নগরের প্রাণ কেন্দ্রে অবস্থিত জিন্দাবাজারে রোববার (২ মার্চ) জোহরের নামাজের পর থেকে নাম দামি একাধিক রেস্টুরেন্টে গুলোর নামে দীর্ঘ লাইন ধরে ইফতার সামগ্রী কিনতে দেখা গেছে রোজাদারদের। যার মধ্যে পাতলা খিচুড়ি, আখনি থেকে শুরু করে চানা পেয়াজুসহ নানা আইটেমের ভাজাপোড়ার দিকেই বেশি আগ্রহ ক্রেতাদের। 

সরেজমিনে জিন্দাবাজারসহ নগরের নাইরপুল, আম্বরখানা, শাহি ঈদগাহ, বন্দরবাজার এবং বেশি কিছু এলাকা ঘুরে দেখা যায় ইফতার সামগ্রী কিনতে দীর্ঘ লাইন ধরেছেন রোজাদাররা। 

ফরহাদ আহমেদ নামের এক ক্রেতা বলেন, সিলেটিদের ইফতারের প্রধান খাবার পাতলা খিচুড়ি সাথে জিলাপি এবং বিশেষ কিছু ভাজাপোড়া আইটেম তাই ভাজাপোড়া আইটেম কিনতে ছুটে এলাম জিন্দাবাজারে। 

প্রসঙ্গত, শনিবার (১লা মার্চ) বাংলার আকাশে পবিত্র রজমান মাসে চাঁদ দেখা গেছে। নিয়মানুযায়ী রোববার থেকে শুরু এবারের পবিত্র রমজান মাস। তবে রোজার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ হচ্ছে তারাবির নামাজ আদায়। ফরজ না হলেও ২০ রাকাত তারাবির সুন্নত ইসলামে অত্যন্ত গুরুত্বপূর্ণ

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×