১২ দিন পর উৎপাদনে ফিরল বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রের তৃতীয় ইউনিট


১২ দিন পর উৎপাদনে ফিরল বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রের তৃতীয় ইউনিট

১২ দিন বন্ধ থাকার পর ফের উৎপাদনে ফিরেছে দিনাজপুরের পার্বতীপুরে অবস্থিত দেশের অন্যতম কয়লাভিত্তিক বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রের তিন নম্বর ইউনিট।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাত ১০টা ২০মিনিটে পুরোপুরি উৎপাদনে যায় ইউনিটটি। এ সময় উৎপাদিত প্রায় ১৯০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হতে শুরু করে বলে জানান সংশ্লিষ্টরা।

এর আগে শুক্রবার সন্ধ্যায় ৫২৫ মেগাওয়াটসম্পন্ন বিদ্যুৎ কেন্দ্রটির তিন ইউনিটের মধ্যে ২৭৫ মেগাওয়াটের ৩ নম্বর ইউনিটের বিদ্যুৎ উৎপাদন পরীক্ষামূলকভাবে শুরু করা হয়।  

বর্তমানে তাপবিদ্যুৎ কেন্দ্রের তিনটির মধ্যে চালু রয়েছে দুইটি ইউনিট। এর আগে, গত ১৫ ফেব্রুয়ারি ওই ইউনিটের পানির পাইপ ফেটে যাওয়ার পাশাপাশি যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। ফলে চলমান সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন সম্পন্ন তিন নম্বর ইউনিটটি বন্ধ করে দিতে বাধ্য হন কর্তৃপক্ষ।  

বিদ্যুৎকেন্দ্রটি পুরোপুরি বন্ধ থাকার চার দিন পর ২২ ফেব্রুয়ারি ১২৫ মেগাওয়াটের ১ নম্বর ইউনিট চালুর মাধ্যমে উৎপাদন শুরু হয়।  

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×