চাঁদা না দেয়ায় হকারকে তুলে নেয়ার অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে


চাঁদা না দেয়ায় হকারকে তুলে নেয়ার অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

সিলেটের বন্দরবাজার এলাকায় চাঁদা না দেয়ায় কাজল নামে এক হকারকে তুলে নেয়ার অভিযোগ উঠেছে যুবদল নেতা মাধবের বিরুদ্ধে। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

 প্রত্যক্ষদর্শীদের মতে, মাধব ও তার সঙ্গীরা দীর্ঘদিন ধরে জিন্দাবাজার ও বন্দরবাজারের ফুটপাতে বসা হকারদের কাছ থেকে চাঁদা দাবি করে আসছিলেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানানো হকারদের হুমকি প্রদান করা হচ্ছিল। চাঁদা না দেয়ায় শুক্রবার সন্ধ্যায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে কাপড় বিক্রি করা হকার কাজলকে জোরপূর্বক তুলে নিয়ে যায় তারা।

এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে হকাররা জিন্দাবাজার এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। প্রায় এক ঘণ্টা চলা অবরোধের ফলে বন্দরবাজার, জিন্দাবাজার ও বারুতখানা এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়। এতে অফিস ও ব্যবসা প্রতিষ্ঠান থেকে ঘরে ফেরা সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েন।

হকাররা দাবি করেন, কাজলকে দ্রুত ফিরিয়ে দিতে হবে এবং যুবদল নেতা মাধবকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে বিক্ষোভকারীরা তাদের ধাওয়া দেয়।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×