আ.লীগ নেতাদের সঙ্গে প্রশাসনের কর্মসূচি পালন


আ.লীগ নেতাদের সঙ্গে প্রশাসনের কর্মসূচি পালন

পিরোজপুরের নাজিরপুর উপজেলায় আওয়ামী লীগের নেতাদের সঙ্গে প্রশাসনের সরকারি কর্মসূচিতে অংশগ্রহণের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) জাতীয় স্থানীয় সরকার দিবস ২০২৫ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় আওয়ামী লীগ নেতারা অংশ নেন, যা রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে বিতর্ক সৃষ্টি করেছে।

এতে অংশগ্রহণকারী নেতাদের মধ্যে ৩ নং দেউলবাড়ী দোবরা ইউনিয়নের চেয়ারম্যান ও সাবেক আওয়ামী লীগ নেতা এফ এম রফিকুল আলম বাবুল, ২ নং মালিখালী ইউনিয়ন চেয়ারম্যান রুহুল আমিন দাড়িয়া বাবলু, ১ নং মাটিভাঙ্গা ইউনিয়ন চেয়ারম্যান মো. জাহিদুল ইসলাম বিলু, শ্রীরামকাঠী ইউনিয়নের ইউপি সদস্য মনোজ কান্তি মন্ডল, নাজিরপুর সদর ইউনিয়নের ইউপি সদস্য মো. আলমগীর হোসেন উল্লেখযোগ্য।

স্থানীয় রাজনৈতিক নেতারা অভিযোগ করছেন, প্রশাসন সঠিকভাবে কাজ করছে না এবং তারা এখনও আওয়ামী লীগের দোষরদের সহায়তা করছে। বিএনপির সদস্য সচিব আবু হাসান খান দাবি করেছেন, প্রশাসন আওয়ামী লীগের সঙ্গে মিলিয়ে সরকারি কর্মসূচিতে তাদের অংশগ্রহণ ঘটাচ্ছে এবং অপরাধীদের গ্রেফতার করছে না। তিনি এই পরিস্থিতির তীব্র প্রতিবাদ জানান।

এদিকে, নাজিরপুর উপজেলা জামায়াতের আমির আব্দুর রাজ্জাকও অভিযোগ করেন, উপজেলা প্রশাসন এখনও আওয়ামী মনোভাব পোষণ করছে এবং বিএনপি-জামায়াতকে কোন উন্নয়নমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণের সুযোগ দেওয়া হচ্ছে না।

নাজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহামুদ আল ফরিদ ভূইয়া জানান, তারা মামলা দায়েরকৃত আসামিদের গ্রেফতারের চেষ্টা করছেন এবং অভিযান অব্যাহত রয়েছে। তবে, উপজেলা নির্বাহী কর্মকর্তা অরূপ রতন সিংহের সঙ্গে যোগাযোগ করতে চেষ্টা করা হলেও তিনি ফোনে সাড়া দেননি।

পিরোজপুর জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান বলেন, তিনি বিষয়টি শুনেছেন এবং ইউএনও'র কাছে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×