রমজানকে স্বাগত জানিয়ে লক্ষ্মীপুরে জামায়াতের র‌্যালি


রমজানকে স্বাগত জানিয়ে লক্ষ্মীপুরে জামায়াতের র‌্যালি

পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে জামায়াতে ইসলামী লক্ষ্মীপুর শহর শাখার উদ্যোগে র‌্যালি বের করা হয়। শুক্রবার (২৮ফেব্রুয়ারি) দুপুর ২টায় চকবাজার জামে মসজিদ প্রাঙ্গণ থেকে র‌্যালিটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রতিক্ষণের পর উত্তর তেমুহনীতে গিয়ে সমাবেশে মিলিত হয়।

র‌্যালিতে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা অংশগ্রহণ করেন। তারা রমজানের তাৎপর্য তুলে ধরার পাশাপাশি সকলকে ইসলামী অনুশাসন মেনে চলার আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমীর এআর হাফিজ উল্লাহ, সেক্রেটারী ফারুক হোসেন নুরুন্নবী, সহকারী সেক্রেটারী মহসিন কবির মুরাদ, শহর শাখার আমীর আবুল ফারাহ নিশান, সেক্রেটারী হারুনুর রশীদ প্রমুখ।

সমাবেশে বক্তারা ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, ‘রমজান আত্মশুদ্ধি, সংযম ও ইবাদতের মাস। আপনারা রমজানের সম্মানে অন্তত এই মাসে নিত্য প্রয়োজনীয় দ্রব্য-সামগ্রীর দাম কমিয়ে ফেলেন, সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখুন।’

তারা আরও বলেন, ‘রমজানের পবিত্রতা রক্ষা করা প্রত্যেক মুসলমানদের ঈমানী দায়িত্ব। রমজানে রোজাদারদের কষ্ট লাঘবে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর মূল্য কমিয়ে কালোবাজারি, মজুতদারি ও সিন্ডিকেটকে ভেঙে দিতে হবে। অশ্লীলতা ও বেহায়াপনা বন্ধ করতে হবে। মিছিল থেকে পবিত্র রমজান মাস উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্য সামগ্রীর মূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখার দাবি জানানো হয়।’

মিছিল থেকে আহালান সাহালান মাহে রমাজান, দিনের বেলা হোটেল-রেস্তোরাঁ বন্ধ রাখো, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার দাবিতে বিভিন্ন প্রকার স্লোগান দিতে দেখা গেছে। স্বাগতম মিছিলে জামাত শিবির নেতৃবৃন্দ ছাড়াও ধর্মপ্রাণ মুসুল্লিরা অংশগ্রহণ করেন। 

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×