রমজানের আগে ছুটির দিনে পর্যটনে মুখর সিলেট


রমজানের আগে ছুটির দিনে পর্যটনে মুখর সিলেট

রমজান শুরু হতে বাকি মাত্র এক দিন। যার ফলে রমজানের আগে শেষ সপ্তাহিক ছুটির দিনে সিলেট পর্যটকদের ঢল নেমেছে। 

সিলেটকে বলা হয় প্রকৃতি কন্যা একটু অবসর আর প্রশান্তির খোঁজে সপ্তাহিক ছুটির দিনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন ভ্রমণ পিপাসুরা। 

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সিলেটের ভোলাগঞ্জের সাদা পাথরে ভ্রমণ প্রেমীদের উপচে পড়া ভীড় লক্ষ করা যায় বিশেষ করে সিলেট সহ দেশের বিভিন্ন এলাকা থেকে প্রকৃতির অপার লীলাভূমি দেখতে এসেছে চাকরিজীবী থেকে শুরু করে নানা শ্রেণী পেশার মানুষ। 

ভোলাগঞ্জের পাথরের উপর দাড়িয়ে ঠান্ডা শীতল পানির স্রোতে গা ভাসিয়ে উঁচু পাহাড় আর যেদিকে দুই চোখ যায় সেদিকে হারিয়ে যাচ্ছেন ভ্রমণ প্রেমীরা। এ যেন প্রকৃতির সাথে মানব জাতির অসাধারণ এক প্রেমের সংমিশ্রণ। 

পাথর আর জলের জুয়ারে শিশু থেকে শুরু করে পরিবার নিয়ে আনন্দগণ মুহূর্ত কাটাচ্ছেন অনেকেই। আব্দুল কাশেম নামের এক চাকরিজীবী নতুন সিলেটকে বলেন, সিলেট পর্যটন স্পট তাই এখানে ঘুরতে আসি। এবার বাচ্চাকাচ্চা নিয়ে রমজানের আগে একটু ঘুরে বেড়ানোর জন্য এসেছি। তারা দারুণ উপভোগ করছে। 

আব্দুল হাই নামের সিলেটের আবাসিক হোটেলে এক ম্যানেজার বলেন, ‘সাপ্তাহিক ছুটির দিনে আমাদের এখানে এমনিতেই ভীড় লেগে থাকে। তার উপর রমজানের আগে শেষ শুক্রবার তাই আজ একটু বেশিই ভীড়।’

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×