আমীরের আগমনে ২৮ বছর পর লক্ষ্মীপুরে হতে যাচ্ছে জামায়াতের জনসভা


আমীরের আগমনে ২৮ বছর পর লক্ষ্মীপুরে হতে যাচ্ছে জামায়াতের জনসভা

লক্ষ্মীপুরে ২৮ বছর পর হতে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জনসভা। দীর্ঘ দিন পর জনসভাকে কেন্দ্র করে বর্ণিল সাজে সেজেছে গোটা লক্ষ্মীপুর, উজ্জীবিত দলের সলক স্তরের নেতাকর্মীরা। এ সম্মেলনে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর শফিকুর রহমান। তার আগমনকে ঘিরে সh প্রস্তুতি সম্পন্ন করেছে লক্ষ্মীপুর জেলা জামায়াত। কাল শনিবার (২২ ফেব্রুয়ারি) লক্ষ্মীপুর আদর্শ সামাদ উচ্চ বিদ্যালয় মাঠে সকাল ৯টায় এ গণজমায়েত অনুষ্ঠিত হবে।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকালে লক্ষ্মীপুর প্রেস ক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে সম্মেলনের প্রস্তুতির কথা জানায় জেলা জামায়াত। 

তারা জানান, কেন্দ্রীয় আমীরের আগমন উপলক্ষে সব প্রস্তুতি শেষ করেছে তারা। কেন্দ্রীয় আমীর ছাড়াও এ গণজমায়েত উপস্থিত থাকার কথা রয়েছে কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি মাওলানা এটিএম মাসুম, চট্টগ্রাম মহানগরীর আমীর শাহাজান চৌধুরী, কুমিল্লা মহানগরীর আমীর কাজী দ্বীন মোহাম্মদ, ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি মুহাম্মদ রেজাউল করিম, শ্রমিক কল্যাণ ফেডারেশন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আতিকুর রহমান, ঢাকাস্থ লক্ষ্মীপুর ফোরামের সভাপতি আনোয়ারুল আজীমসহ জাতীয় ও স্থানীয় নেতারা।
 
মতবিনিময় সভায় জেলাবাসীসহ দলের সব স্তরের নেতাকর্মীকে জনসভা সফল করার আহ্বান জানান জামায়াত নেতৃবৃন্দ।
 
সভায় উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি মুহাম্মদ রেজাউল করিম, জেলা জামায়াতের আমীর এসইউএম রুহুল আমিন ভূঁইয়া, নায়েবে আমীর নজির আহম্মদ, এআর হাফিজ উল্লাহ, সেক্রেটারি মাওলানা ফারুক হোসাইন নুরনবী, সহকারী সেক্রেটারি মহসিন কবীর মুরাদ, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মমিন উল্যাহ পাটওয়ারী, শহর জামায়াতের আমীর আবুল ফারাহ নিশান।
  
এদিকে, শহরে ঘুরে দেখা যায়, জামায়াতের জনসভাকে ঘিরে শুভেচ্ছা তোরণ, ব্যানার, পোস্টার, ফেস্টুনে ছেয়ে গেছে বিভিন্ন বাজার ও রাস্তাঘাট। জেলার সর্বত্র চলছে মাইকিং। চলছে খোলা ট্রাকে ভ্রাম্যমাণ প্রচারণা ও সম্বলিত ইসলামী সংগীত। সবখানে সাজ-সাজ রব-রব পড়ে গেছে দলটির সর্বোচ্চ নেতার আগমন উপলক্ষে। চায়ের টেবিল থেকে শুরু করে সর্বত্র সব শ্রেণি-পেশার মানুষের মুখে মুখে শফিকুর রহমানের আগমনী বার্তা শোনা যাচ্ছে। জেলাবাসী শফিকুর রহমানকে সাদরে গ্রহণ করার জন্য অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×