মধুখালীতে যুবলীগ ও ছাত্রলীগ নেতা গ্রেপ্তার


মধুখালীতে যুবলীগ ও ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

ফরিদপুরের মধুখালীতে অপারেশন ডেভিল হান্টে মধুখালী উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সাবেক সদস্য মির্জা আহসানুজ্জামান আজাউলকে (৫০) গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। এ ছাড়া ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সহসম্পাদক পারভেজ শরিফকেও (৩৩) গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় অভিযান পরিচালনা চালিয়ে যুবলীগের সাধারণ সম্পাদক আহসানুজ্জামান আজাউলকে মধুখালী মরিচ বাজার ও ছাত্রলীগনেতা পারভেজ শরিফকে নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয়। তাদেরকে মঙ্গলবার ফরিদপুর আদালতে প্রেরণ করা হয়েছে।

এ বিষয়ে মধুখালী থানার অফিসার ইনচার্জ এস এম নুরুজ্জামান বলেন, ‌'তারা দুজনেই বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনের একটি মামলার আসামি। আজ (মঙ্গলবার) সকালে তাদের ফরিদপুর আদালতে প্রেরণ করা হয়েছে।'

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×