১৭ বছর পর লক্ষ্মীপুরে শিবিরের প্রতিষ্ঠাবার্ষিকীর বর্ণাঢ্য র‍্যালি


shibir.jpg

লক্ষ্মীপুরে ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১৭ বছর পর কোন বাঁধা ছাড়াই প্রকাশ্যে বর্ণাঢ্য র‍্যালি করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। 

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকাল ৯ টার দিকে শহরের দক্ষিণ তেমুহনী থেকে লক্ষ্মীপুর শহর শিবির শাখার উদ্যোগে র‍্যালি শুরু হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উত্তর তেমুহনী এলাকায় গিয়ে শেষ হয়। 

র‍্যালিতে লক্ষ্মীপুর শহর শিবির শাখার সভাপতি ফরিদ উদ্দিন ও সেক্রেটারী আব্দুল আউয়াল হামদু নেতৃত্ব দেয়। এতে লক্ষ্মীপুর শহর শিবির শাখার সাবেক সভাপতি আবিদুর রহমানসহ বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেয়। 

দলীয় সূত্র জানায়, ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের নিপীড়ন নির্যাতনের কারণে প্রকাশ্যে মিছিল করা সম্ভব হয়নি। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট শেখ হাসিনা পতন হয়েছে। এতে উম্মুক্ত পরিবেশে ১৭ বছর পর শিবিরের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিপুলসংখ্যক নেতাকর্মীকে নিয়ে র‍্যালির আয়োজন করা হয়েছে।

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন শহর শিবির সভাপতি ফরিদ উদ্দিন। তিনি বলেন, ‘শিবির একটি আদর্শিক সংগঠন। এখানে সন্ত্রাস নেই। নীতি নৈতিকতা নিয়ে শিবির প্রতিষ্ঠিত। গত ১৭ বছর আমরা নির্যাতিত নিপিড়ীত হয়েছি। ৪৮ বছরে আমরা আমাদের অনেক ভাইকে হারিয়েছি। শত জুলুম নির্যাতনে আমাদের কাজ থেমে থাকে নি। আমরা অর্তর্বতী সরকারের কাছে আহবান জানাচ্ছি যারা এদেশে খুন, গুম ও সন্ত্রাস কায়েম করেছে তাদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে।’

 

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×