সিলেটে নিখোঁজ তাহসিনকে ফিরে পেতে ২৪ ঘন্টার আল্টিমেটাম
- সিলেট প্রতিনিধি
- প্রকাশঃ ০৫:৪১ পিএম, ০৪ ফেব্রুয়ারি ২০২৫

সিলেট সরকারি উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী সৈয়দ তাহসিন বকসকে অক্ষত অবস্থায় ফিরে পাওয়া ও অপহরণকারীদের গ্রেফতার করে সর্বোচ্চ দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
মঙ্গলবার (৪ জানুয়ারি) সিলেটের লাক্কাতুরার সিলেট সরকারি উচ্চবিদ্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করে।
মানববন্ধনে বক্তারা সৈয়দ তাহসিন বকসকে অপহরণে জড়িতদের দ্রুত আইনের আওতায় সর্বোচ্চ শাস্তি দাবি জানান।
পাশাপাশি আন্দোলনকারীরা বিমানবন্দর থানা পুলিশকে ২৪ ঘন্টার আল্টিমেটাম দেন। এয়ারপোর্ট থানা পুলিশের কাছে হারানোর সাধারণ ডায়েরি হয়েছে, সেটা তদন্ত করে দ্রুত কার্যকরি পদক্ষেপ নেয়ার আহ্বান জানান।
স্টুডেন্ট অর্গানাইজেশন সিলেটের সভাপতি তরিকুল ইসলাম আহসানের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম মহাসচিব ইমন আহমদের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য দেন সিলেট স্টুটেন্ট অর্গানাইজেশনের উপদেষ্টা মো. রেজাউল হক, প্রতিষ্ঠাতা চেয়ারম্যান তরিকুল ইসলাম হাসান, সিলেট সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী জাওয়াদুর রহমান মাহদী, স্টুডেন্ট অর্গানাইজেশনে সিলেটের যুগ্ম মহাসচিব মুহাইমিনুল ইসলাম আরাফ, ভাইস চেয়ারম্যান শাহান আলী তারিফ, সিলেট সরকারি উচ্চ বিদ্যালয় দেওয়ান ফাহমিদ বকস।
মানববন্ধনে স্টুডেন্ট অর্গানাইজেশনে সিলেটের সব শিক্ষার্থী ও সিলেট সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, গত ২৭ জানুয়ারি সিলেট সরকারি উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী সৈয়দ তাহসিন বকসকে স্কুল ছুটির পর স্কুলের প্রধান ফটক থেকে অপহরণ করা হয়।