‘বেতনের দুই ভাগ দিবি, না হলে তোর মা-বাবাকে মামলায় ফাঁসিয়ে দেব’
- পিরোজপুর প্রতিনিধি
- প্রকাশঃ ০৬:৫৩ পিএম, ২৯ জানুয়ারী ২০২৫

পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলায় মোবাইল ফোনে কল করে টাকা চেয়ে ছাত্রদলের নেতা শেখ মো. সাকিব বলেন, ‘তোর বেতনের তিন ভাগের দুই ভাগ টাকা দিবি। টাকা না দিলে তোর মা-বাবার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে ফাঁসিয়ে দেব।’
তবে ফোনের অপর প্রান্তে থাকা ছাত্রলীগের নেতার পরিচয় পাওয়া যায় নি। গতকাল মঙ্গলবার (২৮ জানুয়ারি) ছাত্রদলের নেতার এমন বক্তব্যের একটি অডিও ভাইরাল হয়েছে।
শেখ মো. সাকিব নাজিরপুরের শেখমাটিয়া ইউনিয়ন ছাত্রদলের সহ-প্রচার সম্পাদক।
ভাইরাল হওয়া অডিওয়ের বিষয়ে শেখ মো. সাকিব বলেন, ‘সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ফোন রেকর্ডটি সুপার এডিটেড। তার সঙ্গে ছাত্রলীগের কোনো নেতার মোবাইল ফোনে কথা হয়নি।’
এ বিষয়ে উপজেলা বিএনপির সদস্য সবিব আবু হাসান খান বলেন, ‘ছাত্রদল নেতা সাকিবের বিরুদ্ধে তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংগঠনকে বলা হয়েছে।’
নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদ আল ফরিদ ভূঁইয়া বলেন, ‘এ বিষয়ে কেউ কোনো অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’