সিলেটে ৬ ঘন্টা অভিযান চালিয়ে ব্যাংক থেকে আসামিকে ধরলো পুলিশ


সিলেটে ৬ ঘন্টা অভিযান চালিয়ে ব্যাংক থেকে আসামিকে ধরলো পুলিশ

সিলেট মহানগরের জিন্দাবাজারে অবস্থিত্ব ওয়াহিদ ভিউ ভবনের একটি ব্যাংকে দীর্ঘ ৬ ঘন্টা অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত এক আসামিকে গ্রেফতার করেছে সিলেট মহানগর পুলিশের একটি দল। সোমবার (২৮ জানুয়ারি) জিন্দাবাজারস্থ বেসিক ব্যাংকে তালাবদ্ধ অবস্থায় প্রায় ৬ ঘন্টা অভিযান পরিচালনা করে পুলিশ। এক পর্যায় ব্যাংকের তালা খুলে দিলে ভেতর থেকে আসামীকে গ্রেফতার করা হয়। 

তাৎক্ষনিক আসামির পরিচয় জানা যায়নি। তবে পুলিশের অভিযোগ রয়েছে ব্যাংকের ম্যানেজার আসামি ধরতে যথেষ্ট সহযোগিতা করেননি। 

এ বিষয়ে সিলেট মহানগর পুলিশের উপ পুলিশ কমিশনার (মিডিয়া) সাইফুল ইসলাম বলেন, আমরা দীর্ঘ ৬ ঘন্টা ধরে নানারকম কৌশলে খাটিয়ে ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার করতে সক্ষম হই । তবে ব্যাংকের ম্যানেজার আমাদেরকে সহযোগিতা করেনি।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×